সংক্ষিপ্ত

'মমতা বন্দ্য়োপাধ্যায় বাঙালিদের ঠিকা নিয়েছেন', শনিবার ফের নিশানা মুখ্যমন্ত্রীকে দিলীপের। তবে শুধু মমতাকেই নয়, এদিন বাবুল সুপ্রিয়, আম আদমি পার্টি এবং বাংলাপক্ষকেও একহাত নিলেন দিলীপ ঘোষ।

 

'মমতা বন্দ্য়োপাধ্যায় বাঙালিদের ঠিকা নিয়েছেন', শনিবার ফের নিশানা মুখ্যমন্ত্রীকে দিলীপের। তবে শুধু মমতাকেই নয়, এদিন বাবুল সুপ্রিয়, আম আদমি পার্টিকে তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিকে সারা দেশ জুড়ে যখন 'কাশ্মীর ফাইলস' সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই বাংলাপক্ষকেও  একহাত নিলেন এদিন তিনি।

'বাংলাপক্ষ না কী সব আছে, তাঁরা কাশ্মীরে বাঙালি মারা গেলে চেঁচায়'

'বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা, মুখ্যমন্ত্রী চুপ কেন', এপ্রসঙ্গে দিলীপ বলেন, 'অনেক লোক বাঙালি বাঙালি করে। বাংলাপক্ষ না কি সব আছে, তাঁরা কাশ্মীরে বাঙালি মারা গেলে চেঁচায়। ওখানে বোধহয় মুসলিম বাঙালি বলে চেঁচায়। এখন, কেউ চেঁচায় না। ধান্দাবাজ সব। মমতা বন্দ্য়োপাধ্যায় বাঙালিদের ঠিকা নিয়েছেন। আপাকে ফোন করুন। জানতে চান, কেন ওখানে মারা হচ্ছে, হিন্দু বলে বাঙালি নয়, বলে প্রশ্ন ছোঁড়েন দিলীপ। প্রসঙ্গত, বাংলাদেশে ইসকন মন্দিরে ভক্তরা  দোল উৎসবে পুজোর প্রস্তুতি নিচ্ছিল।তখনই  প্রায় ২০০ জনের একটি দল হামলা চালায়। ভাঙচুর করে। ইসকনের দাবি, 'তিনজন সেই হামলায় গুরুতর জখমও হয়েছেন।'

আরও পড়ুন, 'শুভেন্দুর সঙ্গে নিজের স্তরকে মেলাচ্ছেন বাবুল', বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

'আপ আগেও রাজ্যে একবার এসেছিল,পরে সবাই বিজেপিতে ঢুকে গেছিল'

অপরদিকে পঞ্জাব জয়ের পর আপ মাথাচাড়া দিচ্ছে। আপনাদের কাজ কি কঠিন হয়ে গেল, এপ্রসঙ্গে দিলীপ বলেন, 'আম আদমি আগেও এসেছিল। ভালোই মাথাচাড়া দিয়েছিল আন্না আন্দোলনের সময়। আগেও রাজ্যে একবার এসেছিল। পরে সবাই বিজেপির মধ্যে ঢুকে গেছিল। এধরনের সুযোগসন্ধানী পার্টি এরাজ্যে চলবে কিনা দেখা যাবে। সবার অধিকার আছে পার্টি করার করে দেখুন।' নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এদিন তোপ দাগেন  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

'বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন.. বাবুলও এক'

 'আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।' দল ছাড়ার পর বাবুল সুপ্রিয়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যিনি জীবনে ৭ বছর রাজনীতি করেছেন। ৭ বছরই মন্ত্রী ছিলেন। তিনি বাঙালির নাক কান কেটে দিয়েছেন। বাঙালি দাগাবাজ, এটা উনি প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিস্কার। এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল দাগা দিয়েছেন। বাঙালীর মানসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ।' শুভেন্দু বড় বড় কথা বলেন। ওর বাবা আর ভাই পদ ছাড়েনি কেন, বাবুলের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, কে কোন পদে থাকবে বা ছাড়বে সেটা তাদের ব্যাপার। কেন ছাড়বে, কেউ দয়া করে পদ দিয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি।

'মমতা বন্দ্য়োপাধ্যায় তিনবার ভোট করাতে পারেন, আমরা দু বার পারি না'

'দলে আর মুখ নেই,  আবার অগ্নিমিত্রা পল প্রার্থী কেন, উনি জিতে গেলে তো জনগনের ট্যাক্স এর টাকায় আবার বিধানসভা উপনির্বাচন করতে হবে',  এপ্রসঙ্গে দিলীপ বলেন, মমতা বন্দ্য়োপাধ্যায় তিনবার ভোট করাতে পারেন। আমরা দু বার পারি না। পার্টি যাকে যোগ্য মনে করেছে, তাকে প্রার্থী করেছে। উনি ওখানে পরিচিত মুখ। আমি নিজে একই জায়গা থেকে দুবার দুরকম ভোটে লড়ে জিতেছি । বাবুল ওখান থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। আগে তাকে প্রশ্ন করুন।'