সংক্ষিপ্ত
ভাঙড়ে স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভাঙড়ে স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। পুলিশ পিকেটিং ভাঙড় থানার। ঘটনায় তৃণমূল ও আইএসএফ দুপক্ষের দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আরও পড়ুন, Independence Day: আলিমুদ্দিনে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ঐতিহাসিক ভুল CPIM-র
ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে। আমাদের যেখানে যেখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করার কথা ছিল সেখানেই ওরা গিয়ে ঝামেল করছে। এমনকি আমাদের বেশ কয়েকজনকে মারধর করেছে। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। অপর দিকে নওসাদ সিদ্দিকীর অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।
তৃণমূল নেতা কাইজার আহমেদ দাবি করেছেন,'নলমুড়িতে অতর্কিত ভাবে আইএসএফ-র কর্মীরা আমাদের ছেলেদের উপর আক্রমণ হানে। ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত। আমরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি করছি। যদি গ্রেফতার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। স্বাধীনতা দিবসের নাম করে নওসাদ সিদ্দিকী এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগও করেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস