সংক্ষিপ্ত
- মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য
- অনুপম হাজরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
- বুধবার সন্ধেবেলায় তৄণমুল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুপম হাজরার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ বুধবার সন্ধেবেলায় তৄণমুল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয় ৷ সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কৄষ্ণপদ মন্ডল অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনার প্রতিবাদে সোনারপুর মোড়ে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয় ৷
রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবার হাওড়াতে, মৃত দাদা-দিদির দেহ আগলে বোন
এই সভায় উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ বিধায়কের নেতৄত্বে একদল তৃণমূল কর্মী সমর্থক থানা ঘেরাও করে এবং অনুপম হাজরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ বিধায়ক জীবন মুখোপাধ্যায় অনুপম হাজরাকে একহাত নিয়ে বলেন, ওকে আমি শিক্ষিত লোক বলেই মনে করি না। এমনকী ওকে মানুষ বলেও মনে করি না ৷ শুধু লেখাপড়া, বিশ্বভারতীর ডিগ্রি থাকলেই সভ্য হওয়া যায় না ৷ এরজন্য পারিবারিক ঐতিহ্য থাকতে হয় ৷
বিশ্বভারতীর পাঁচিল দেওয়ার কাজের ওপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে এসেছেন অনুপম হাজরা। রাহুল সিনহাকে সরিয়ে তাঁকে নিয়ে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যা নিয়ে রাজ্য় বিজেপিতে শোরগোল পড়ে গিয়েছে। দল ছাড়ার একপ্রকার ইঙ্গিত দিয়েছেন রাহুল সিনহা। আগামী ১০ -১২ দিনের মধ্য়ে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।
শোক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী জানতে পারলেন মন্ত্রী এখনও বেঁচে