সংক্ষিপ্ত
'সীমা ছাড়িয়েছেন এক সাংসদ', নাম না করে অভিষেককে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
'সীমা ছাড়িয়েছেন এক সাংসদ', নাম না করে অভিষেককে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। জানা গিয়েছে, রবিবার মূলত মমতার জেলা সফরের আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল। সেই উদ্দেশ্যে এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন। আর নেমেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি নিয়ে সরব হন। মূলত হলদিয়ায় শর্মিক ইউনিয়নের সভা থেকে এসএসসি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ টেনেই রাজ্যপাল জগদ্বীপ ধনখড় বলেছেন, 'এক সাংসাদ সীমা ছাড়িয়েছেন। প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন।'
রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে অভিষেককে নিশানা করে বলেন, 'এক সাংসাদ সীমা ছাড়িয়েছেন। যে বিচারপতি এসএসসি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে।এটা খুবই নিন্দনীয়।'তিনি যে বিষয়টিকে হালকা ভাবে নেননি, তা স্পষ্ট করে দেন। রাজ্যপালের কথায়, 'আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মুখ্যসচিবকে পদক্ষেপ করতে বলেছি।' প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় এমনিতেই সিবিআই-র কড়া নজরে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। এর মধ্যে পরেশ অধিকারীর নিজের মেয়ের নিয়োগ নিয়েই উঠেছে প্রশ্ন। অভিযোগ, মেধা তালিকায় না থেকেও মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গিয়েছেন। সেই নিয়োগ ইতিমধ্যেই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। তাঁকে পুরো বেতনের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রবিবার মূলত মমতার জেলা সফরের আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল। সেই উদ্দেশ্যে এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন। আর নেমেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি নিয়ে সরব হন।এসএসসি নিয়োগ নিয়েও এদিন ক্ষোভের মুখে ছিলেন রাজ্যপাল। তিনি বলেন, ' এসএসসি-তে যাদের নাম ছিল না, তাঁদেরও নিয়োগ করা হয়েছে। রাজ্যের শিক্ষাব্যবস্থা সংকটজনক অবস্থায়। এসএসসি নিয়ে চরম দুর্নীতি হয়েছে।'মূলত হলদিয়ায় শর্মিক ইউনিয়নের সভা থেকে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তবে শুধু এসএসসি কাণ্ডই নয়, কয়ালা পাচার কাণ্ডের ইস্যুতেও তিনি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি বলেন, 'আমার দিকে ইডি-সিবিআই লাগিয়ে দিয়েছে। দিল্লিতে দুবার আমার মাথা হেট করে দিয়েছ। আমিও তোমার দুবার মাথা হেঁট করে দিয়েছি। বিজেপির দুই জন তৃণমূলে যোগ দিয়েছে। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।'
আরও পড়ুন, 'প্রথম থেকে তৃণমূল করলেই মিলবে টিকিট', ইডি-সিবিআই নিয়েও তোপ অভিষেকের