সংক্ষিপ্ত
শুক্রবার রাজ্যে নির্ধারিত সময় মেনেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার রিভিউ এবং স্কুটিনি কবে থেকে কবে অবধি চলবে, জেনে নিন।
শুক্রবার রাজ্যে নির্ধারিত সময় মেনেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। শিক্ষা সংসদ জানিয়েছে, বেলা ১২ টা থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। তবে যদি কারও ফল আশানুরূপ না হয়, তাহলে তারা রিভিউ করতে পারেন পরীক্ষার্থীরা। এদিন শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০ জুন থেকে ৫ জুলাই অবধি উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনি চলবে।
চলতি বছরে উচ্চ মাধ্যমিকে যারা অকৃতকার্য হয়েছেন, বা ফল আশানুরূপ হয়নি, তাঁরা এবার ২০ জুন থেকে ৫ জুলাই অবধি উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করতে পারবেন। রিভিউ প্রক্রিয়ার জন্য় পেমেন্ট করতে এবার ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড ব্যাবহার করা যাবে। তবে এদিই হাতে মিলবে না উচ্চ মাধ্যমিকের মার্কশিটের হার্ড কপি। কলেজে ভর্তির সময় নথি যাচাইয়ের আগেই মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ড কপি পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিনই পরীক্ষার্থীরা নিজেদের হাতে সার্টিফিকেট এবং মার্কশিট পাবেন না।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আপাতত জোরকদমে মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্টের কাজ চলছে।আগামী ২০ জুন সোমবার নির্দিষ্ট ক্যাম্প অফিসের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ, জেলায় জয়জয়কার
চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। শিক্ষা সংসদ জানিয়েছে, বেলা ১২ টা থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে, তাও জানিয়েছে সংসদ results.shiksha,wbresults.nic.in, exametc.com থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএস-র মাধ্যমে জানা যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। পাশাপাশি exametc.com -এ আগেই রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরেই এসএমএস মারফৎ ফল পাওয়া যাবে।
আরও পড়ুন, কলেজে ভর্তি হতে সমস্যা হবে কি ? কবে হাতে আসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট