- Home
- West Bengal
- Kolkata
- ‘অতিক্রান্ত শতদিন, অভয়া বিচারহীন’- ফের সমাবেশ শ্যামবাজারে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচী
‘অতিক্রান্ত শতদিন, অভয়া বিচারহীন’- ফের সমাবেশ শ্যামবাজারে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচী
- FB
- TW
- Linkdin
অতিক্রান্ত হয়ে গেল ১০০ দিন। তাও বিচার পেল না অভয়া। এখনও চলছে তদন্ত। মিলল না বিচার। দীর্ঘদিনের লড়াই এখনও সফল হল না।
৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ। কর্মরত অবস্থায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে এখনও চলছে তদন্ত।
অধিকাংশই দাবি করেন এই অপরাধ একজনের নয়। একাধিক ব্যক্তি জড়িত। কিন্তু, ঘটনার পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ।
পরে তথ্য লোপাটের দায়ে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ও টালা থানার প্রাক্তন ওসি-কে গ্রেফতার করা হয়েছি।
তবে, সেই রাতে ঠিক কী হয়েছিল তা এখনও সকলের অজানা। ঘটনার তদন্ত এখন সিবিআই-র হাতে। চলছে তদন্ত।
এদিকে এই ঘটনার ১০০ দিন পার হল। এখনও চলছে বিচার। আর এই ঘটনার প্রতিবাদে আজ ফের হবে প্রতিবাদ মিছিল। শ্যামবাজার মোড়ে রাত ৯টায় হবে জমায়েত।
‘অতিক্রান্ত শতদিন, অভয়া বিচারহীন।’- এই ট্যাগ লাইনে আজ হবে প্রতিবাদ মিছিল। ১৭ নভেম্বর রবিবার রাত ৯টায় হবে সমাবেশ। শ্যামবাজারে মোড়ে হবে জমায়েত।
এই ঘটনার প্রতিবাদ করতে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছে জুনিয়র ডাক্তাররা। অনশন করেছিলেন তাঁরা। দশ দফা দাবি নিয়ে করেছিলেন প্রতিবাদ সমাবেশ।
দীর্ঘদিন চলেছে প্রতিবাদ। নানা রকম কর্মসূচী গ্রহণ করেছিলেন জুনিয়র ডাক্তার। শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং-ও করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পর ওঠে অনশন।
সে যাই হোক, আজ ফের হবে জমায়েত। ১০০ দিন পার হলেও এখন চলছে বিচার পদ্ধতি। ন্যায় বিচারের দাবিতে হবে জমায়েত।