সোমবার কাক ভোরে বাইক দুর্ঘটনায় আবারো মৃত্যু দুই আরোহীর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুজন। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ, তবে আরও সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।।

উল্টোডাঙ্গা উড়াল পুলে বাইক দুর্ঘটনা নতুন কোনো বিষয় নয়। এত পুলিশি সতর্কতা ও নিরাপত্তা রাখার পরেও বাইক দুর্ঘটনার সংখ্যা কমছে না। এবার উল্টোডাঙ্গা উড়ালপুলে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।

সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিলেন বাইক আরোহীরা। একই বাইকে চেপে যাচ্ছিলেন চার যুবক। তাঁদের কারোর মাথায় হেলমেট নেই। অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করতে গিয়ে বেপরোয়া গতিতে বাড়িয়েছিলেন তাঁরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের ধারের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। চার জনই উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের উপর ছিটকে পড়ে।

ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ এসে চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে দুজন আশঙ্কাজনককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজন আহত এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন তারা। দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে মনে করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে চাকা পিছলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

একইরকমভাবে গত বুধবারই মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আরও এক বাইক আরোহীর। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র ৪ দীন পরেই শহরের একই দিকে আবারও বেপরোয়া গতির কারণে মৃত্যু দু’জনের।