- Home
- West Bengal
- Kolkata
- বিপাকে মমতা সরকার, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে ৫০টি FIR দায়ের, অভিযোগ তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে
বিপাকে মমতা সরকার, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে ৫০টি FIR দায়ের, অভিযোগ তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে
- FB
- TW
- Linkdin
কদিন ধরে খবরে আবাস যোজনা প্রকল্পে গত বছরের শেষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দিতে নিজস্ব কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
এই টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ ছিল যদি কোনও প্রভাবশালী ব্যক্তি উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেন তাহলে তাদের বিরুদ্ধে যেন থানায় গিয়ে উপভোক্তারা FIR করে আসেন।
এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তার মধ্যেই থানায় জমা পড়েছে FIR।
কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এই কাটমানি নিয়েছে এক শ্রেণীর লোভী তৃণমূল নেতা।
তাদের নামে এফআইআর দায়ের হয়েছে থানায়। এই নিয়ে মোট ৫০ টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর।
এক জেলার পুলিশকর্তা জানিয়েছেন এই সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। ইতিমধ্যে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তবে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যত বড় নেতাই হোক না কেন কাউকে রেয়াত করা হবে না।
এতদিন কেন্দ্রীয় সরকারী প্রকল্প আবাস যোজনায় আগে কেন্দ্রীয় সরকারের তরফে টাকা পেতেন বাংলার মানুষ।
গত ২ বছর এই টাকা বন্ধ। এবার মমতা সরকার দিচ্ছে টাকা।