- Home
- West Bengal
- Kolkata
- ডিসেম্বরে ১৫ দিন ছুটির সঙ্গে বাড়তি বেতন? বিশেষ মন্তব্য মুখ্যমন্ত্রীর, বছর শেষে দুর্দান্ত উপহার নবান্নের
ডিসেম্বরে ১৫ দিন ছুটির সঙ্গে বাড়তি বেতন? বিশেষ মন্তব্য মুখ্যমন্ত্রীর, বছর শেষে দুর্দান্ত উপহার নবান্নের
- FB
- TW
- Linkdin
ফের খবরে বাংলা রাজ্য সরকারি কর্মীরা। তাদের বেতন বৃদ্ধি দিয়ে জল্পনার শেষ নেই।
এবার ফের প্রকাশ্যে এল ডিএ বৃদ্ধির খবর। সদ্য ডিএ বৃদ্ধি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ডিসেম্বর মাসে ১৫ দিন ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। তা আগেই ঘোষণা করা হয়েছে।
তবে, এই ১৫দিন ছুটি সকলের জন্য নয়। টানা ২ সপ্তাহ ছুটি পাচ্ছেন কিছু সংখ্যক রাজ্য সরকারি কর্মী।
মূলত কিছু রাজ্য সরকারি কর্মী পুজোর সময় ছুটি পান না। তাই তাদের বছর শেষে ছুটি দেওয়া হচ্ছে। যা তাদের আগে ১০দিন দেওয়া হত। চলতি বছর থেকে তা বেড়ে হয়েছে ১৫ দিন।
ছুটি পাবেন জরুরী পরিষেবার কাজে নিযুক্তরা। যেমন পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, পৌরসভার কর্মী, দমকল কর্মীরা।
এবার এই ছুটির সঙ্গে মিলবে বাড়তি বেতনের খবর। এমনই শোনা যাচ্ছে সর্বত্র।
এদিকে আগামী বছরে রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়ছে তা নিয়ে চলছে জল্পনা। এই প্রসঙ্গে মমতার ভাবনা এল সামনে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ডিএ-র কথা উঠলে মুখ্যমন্ত্রী কখনও বলেন কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে।
আবার কখনও বলেন যে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় চাকরি নিতে। কিন্তু, ডিএ তো কেন্দ্রের ইচ্ছার ওপর নির্ভর করে না। AICPI-র নিয়মানুসারে কেন্দ্র ডিএ প্রদান করে থাকে।
তিনি বলেন, এ রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ম নীতি নেই। ডিএ মুখ্যমন্ত্রীর ইচ্ছার ওপর।
গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের দিন চার শতাংশ ডিএ বেড়েছিল। কিন্তু, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করার ঘোষণা করা হয়েছিল।
সব মিলিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। তবে, ডিএ দেওয়া হবে না বলে জানানো হয়নি। উল্টে, সর্বত্র শোনা যাচ্ছে ডিএ দেওয়ার পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী।
এখন দেখার সত্যিই ডিএ বাড়ে কি না রাজ্য সরকারি কর্মীদের। ফলে মিলবে কি সুখবর?
রাজ্য সরকারি কর্মী ডিএ বাড়লেও তা কত শতাংশ বাড়বে তা নিয়ে প্রশ্ন সর্বত্র। এখন শুধু সময়ের অপেক্ষা।