এসটিএফ (STF) অভিযানে ফের সাফল্য। খাস কলকাতায় প্রচুর আগ্নেয়াস্ত্র (Firearms) সহ গ্রেফতার এক ব্যক্তি। সোমবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে, এন্টালি থানার অন্তর্গত শিয়ালদহ (Sealdah) স্টেশন চত্বর থেকে। এসটিএফ সূত্রে খবর সোমবার শিয়ালদহ স্টেশনে অস্ত্র সহ ধৃত এক ব্য
কলকাতা: এসটিএফ (STF) অভিযানে ফের সাফল্য। খাস কলকাতায় প্রচুর আগ্নেয়াস্ত্র (Firearms) সহ গ্রেফতার এক ব্যক্তি। সোমবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে, এন্টালি থানার অন্তর্গত শিয়ালদহ (Sealdah) স্টেশন চত্বর থেকে। এসটিএফ সূত্রে খবর, সোমবার শিয়ালদহ স্টেশনে অস্ত্র সহ ধৃত এক ব্যক্তি। তার নাম হাসান শেখ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি আগ্নেয়াস্ত্র। ৮ রাউন্ড গুলি সহ বেশ কিছু ম্যাগাজিন। সমস্ত কিছু উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ শাখা।
পুলিশ সূত্রে খবর, ধৃত হাসান শেখ মালদহের (Malda News) কালিয়াচকের বাসিন্দা। সে নিজে বিহারে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলি কলকাতায় নিয়ে আসছিলো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহার থেকে অস্ত্রগুলি বাংলায় এনে অন্য কোথাও পাচারের ছক ছিলো হাসানের। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। তবে হাসান কেন বিহার থেকে মালদহ হয়ে অস্ত্র নিয়ে কলকাতায় আসছিল? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এসটিএফ-র গোয়েন্দারা।
জানা গিয়েছে, এসটিএফের (STF) কাছে আগেই খবর ছিল। শিয়ালদহ স্টেশন হয়ে অস্ত্র পাচার হতে পারে। সেই মতো সোমবার সকালে স্টেশন এলাকায় নজরদারি চলছিল। সকালে স্টেশনের প্ল্যাটফর্মে হাটেবাজারে এক্সপ্রেস (Hatebajare Express) ট্রেন এসে দাঁড়ায়। রাজ্য পুলিশের এসটিএফের তদন্তকারীরা তল্লাশি শুরু করেন। এক যুবককে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই সাফল্য মেলে। জামাকাপড়ের ভিতর ওইসব আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসা হয়েছিল (Illegal Firearms)।
প্রসঙ্গত, তবে এই প্রথমবার নয়। শিয়ালদহ স্টেশন এবং শিয়ালদহ চত্বর থেকে এর আগেও অনেকবার আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে দুস্কৃতীরা। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকদের (Kolkata Crime News) অনুমান, শিয়ালদহ স্টেশন থেকে সহজেই ট্রেন ধরে যেকোনও রাজ্যে চলে যাওয়া যায়। পুলিশের চোখে ধুলো দিয়ে সহজেই আত্মগোপন করে থাকা যায়। তাই বাররবার অপরাধীরা শিয়ালদহ স্টেশনকেই অস্ত্র পাচারের সহজ 'রুট' হিসেবে ব্যবহার করছে। এর আগেও কলকাতার বৈঠকখানা বাজার এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতী গ্রেফতার করে পুলিশ। তারপরে ফের এদিন শিয়ালদহ স্টেশন চত্বর থেকে অস্ত্র সহ গ্রেফতার পাচারকাররী। তবে ধৃত হাসান একা এই কাজ করছিল, নাকি তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এর পিছনে আরও কোনও বড় চক্রের হাত রয়েছে তা এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। ধৃতকে হেফাজতে নিয়ে গোটাা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
