Jadavpur University: 'জয়শ্রী রাম' স্লোগানে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যাল। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে উদযাপন করা হল রাম নবমী। শুধু তাই নয়, প্রভু শ্রীরামের মূর্তি এনে ধুমধামের সঙ্গে পুজো কর হল। 

Jadavpur University: 'জয়শ্রী রাম' স্লোগানে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যাল। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে উদযাপন করা হল রাম নবমী। শুধু তাই নয়, প্রভু শ্রীরামের মূর্তি এনে ধুমধামের সঙ্গে পুজো কর হল। উদ্যোক্তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও রাম নবমী পালনে কর্তৃপক্ষের অনুমতি ছিল না। কিন্তু তারপরেও কী করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাম নবমী উদযাপন করা হল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

দীর্ঘ দিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী উদযাপনের চেষ্টা করছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। আর তার আগের বছরই দীর্ঘ দিনের স্বপ্ন পুরাণ হল এবিভিপির। যদিও এদিন রাম নবমী উদযাপন অনুষ্ঠানে কোনও রকম প্রতিকূলতা তৈরি হয়নি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটক দিয়ে প্রযুক্তিভবনে ঢোকা যায়। সেখানেই পালন করা হচ্ছে রাম নবমীর অনুষ্ঠান। এই এলাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তমনাদের প্রাঙ্গন হিসেবেই পরিচিত। এই প্রথমবার সেখানেই রাম নবমীতে হল রাম পুজো। প্যান্ডেল তৈরি হয়েছে। আনা হয়েছিল ভগবান শ্রীরামের মূর্তি। উপস্থিত রাম ভক্তদের তোলা জয় শ্রীরাম স্লোগানও উঠল। রামের পোস্টারও ব্যানারও রয়েছে। এই এলাকায় একটা সময় উঠেছিল, 'মুক্ত প্যলেস্টাই' 'আজাদ কশ্মীর' স্লোগান। যা নিয়ে উঠেছিল নিন্দার ঝড়।

অন্যদিকে এইদিন রাম নবমী উপলক্ষ্যে বিজেপি একাধিক কর্মসূচি নিয়েছে। বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা ছিল মিছিলের মুখ। শুভেন্দু অধিকারী সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো করেন। দিলীপ ঘোষ বাইক মিছিলে বুলেট গাড়ি চড়ে চোষে ফেলেন নিজের এলাকা। অন্যদিকে হাওড়ার কোর্টের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্জনিপুত্রর মিছিলে সামিল হন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী বছর নির্বাচন। আর তাই এবার জোরদার রাম নবমীর অনুষ্ঠান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।