Rimjhim Mitra : তৃণমূলের মোক্ষম চাল! পদ্ম ছেড়ে তৃণমূলে অভিনেত্রী রিমঝিম মিত্র
অভিষেকের ধর্না মঞ্চে অভিনেত্রী রিমঝিম মিত্র। এদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রিমঝিম মিত্র। ‘আজ বিবেকের ডাকেই আমি এই ধর্না মঞ্চে। গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের সঙ্গে আমি আর নেই। বাংলার বিজেপি কার নেতৃত্বে কাজ করবে।’
অভিষেকের ধর্না মঞ্চে অভিনেত্রী রিমঝিম মিত্র। এদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রিমঝিম মিত্র। 'আজ বিবেকের ডাকেই আমি এই ধর্না মঞ্চে। গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের সঙ্গে আমি আর নেই। বাংলার বিজেপি কার নেতৃত্বে কাজ করবে। শুভেন্দু-সুকান্ত না দিলীপ কার নেতৃত্বে। বিজেপির এজেন্ডা, মমতা-অভিষেককে ব্যাক্তিগত আক্রমণ কর। তৃণমূল একমাত্র দল যারা গরীব মানুষের টাকা ফেরাতে পারবে।'