Iskcon Rath Yatra 2025: আসন্ন রথযাত্রা উৎসব নিয়ে বিশ্বজুড়ে ইসকন কর্তৃপক্ষকে কড়া বার্তা পুরীর জগন্নাথ মন্দিরের মহারাজের। কী বলা হয়েছে ওই চিঠিতে? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Iskcon Rath Yatra 2025: আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবের রথ উৎসব ঘিরে এখন থেকেই দীঘা-পুরী-ইসকনজুড়ে সাজসাজ রব। আর তারই মধ্যে রথযাত্রা ননিয়ে ইসকনের কাছে গেল কড়া চিঠি। পুরীর গজপতি মহারাজের তরফে ইসকনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, বিশ্বজুড়ে রথে যেন কোনও অনিয়ম না হয়। এই বিষয়ে ইসকন কর্তৃপক্ষকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ওই চিঠির মাধ্যমে মূলত রথযাত্রার দিন জগন্নাথদেবের স্নান, আচার অনুষ্ঠানের নিয়মকানুন এবং সময় মেনে সবকিছু পালনের ক্ষেত্রে যাতে কোনও হেরফের না হয় সেইদিকে লক্ষ্য রাখার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে, বিশ্বজুড়ে ইসকনের রথযাত্রায় মূলত আচার অনুষ্ঠান, নিয়ম এবং রথযাত্রা সংক্রান্ত বিধিগুলি শাস্ত্র অনুযায়ী নিয়ম মেনে করতে বলা হয়েছে।

এই বিষয়ে কী বলছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস?

তিনি বলেন, ''পুরীর জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্যসিং চিঠিতে ইসকনকে লিখেছেন, বিশ্বের কিছু জায়গায় ইসকন পরিচালিত মন্দিরগুলিতে জগন্নাথ দেবের রথযাত্রা অন্য তারিখে পালন করা হচ্ছে। অন্য দিনে স্নানযাত্রার মতোন অনুষ্ঠানগুলি করা হচ্ছে। ইসকন বিশ্বের বিভিন্ন দেশে রথযাত্রা পালনের দিনগুলি অন্য দিনে পালন করছে। ইসকনের এই পদক্ষেপে অসন্তুষ্ট হয়েছেন গজপতি মহারাজ। তাঁর অভিযোগ, এই ধরনের প্রথা নির্দিষ্ট দিনেই পালন করা হয়। তা অন্যদিনে পালন করা মানে নিয়ম লঙ্ঘন করা।''

চিঠি লেখা হয়েছে মায়াপুরের ইসকন গভর্নর কমিটির চেয়ারম্যান গোবর্ধন দাস প্রভুকে। তাতে অনুরোধ করা হয়েছে, বিশ্বের কোথাও যাতে কোনও ইসকন মন্দির বা ইসকনের কেন্দ্রে শাস্ত্র লঙ্ঘন করে যেন রথযাত্রা পালন না করা হয়। শাস্ত্র অনুমোদিত নয়, এমন তিথিতে যেন রথযাত্রা পালন, বা স্নানযাত্রার মতোন অনুষ্ঠান করা না হয়। ওই চিঠি থেকে আরও জানা গিয়েছে, ভারতের বাইরে ইসকন দ্বারা পরিচালিত মন্দিরগুলি পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী বা শাস্ত্রমতে সঠিক তারিখে, দিনে রথযাত্রা, স্নানযাত্রার মতোন অনুষ্ঠান পালন করছে না। এই বিষয়ে ইসকনের কয়েকটি পোস্টের নথি শেয়ার করে পুরীর মহারাজ দিব্যসিংহ জানিয়েছেন যে, নিউ ইয়র্ক সিটি, ক্যালাগরি, লিসেস্টারের মতো ইসকন মন্দিরগুলি এই ধরনের তিথি বিচ্যুতি ঘটিয়েছে। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জগন্নাথদেবের স্নানযাত্রা শুধুমাত্র জৈষ্ঠ্য পূর্ণিমা তিথিতে (১১ জুন) পালন করা হয়। এবং রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয়। এই বছর রথযাত্রা পড়েছে ২৭ জুন শুক্রবার। অন্য কোনও তিথিতে এই বিধি পালন করা মানেই নিয়ম লঙ্ঘন।

এই বিষয়ে কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ''প্রায় ১৫০ দেশে ৪ হাজারেরও বেশি গ্রাম-শহরে আমরা রথযাত্রা পালন করি। বিদেশে সাধারণত একই দিনে রথযাত্রা পালন করা সম্ভব হয় না। কারণ বহুদেশে আবহাওয়া অনুকূল থাকে না। অস্ট্রেলিয়াতে জুন-জুলাই মাসে বরফ পড়ে ফলে ওই সময় আমরা সেখানে রথযাত্রা পালন করার অনুমতি পাই না। তাই অন্যদিনে পালন করতে হয়। ফলে গজপতি মহারাজ যা বলেছেন তা কতটা বাস্তবসম্মত এখন সেটাই দেখার। অনেক দেশে আবার ছুটির দিনে রথযাত্রা পালন করতে বলে। সেক্ষেত্রে নিয়মের এদিক ওদিক হয়ে যায়। নিয়ম পালন করতে গেলে রথযাত্রাই হবে না।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।