- Home
- West Bengal
- Kolkata
- RG Kar Junior Doctor Case: সম্পূর্ণ নথি ছাড়াই শুরু কাস্টেডিয়াল বিচার, আদালতে ভর্ৎসিত CBI
RG Kar Junior Doctor Case: সম্পূর্ণ নথি ছাড়াই শুরু কাস্টেডিয়াল বিচার, আদালতে ভর্ৎসিত CBI
CBI On RG Kar Case: আরজি কর মামলার শুনানিতে আদালতে ফের চরম ভর্ৎসিত সিবিআই। সম্পূর্ণ নথি না পেশ করে আদালতে সাক্ষ্যগ্রহন মামলায় আলিপুর আদালতে ভর্ৎসনা সিবিআই-কে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

আরজি কর মামলায় নয়া মোড়!
আরজি কর কাণ্ডের শুনানিতে এবার আদালতে ফের মুখ পুড়ল সিবিআইয়ের। সূত্রের খবর, মামলার সাক্ষ্যগ্রহনের সম্পূর্ণ নথি না নিয়ে আদালতে সিবিআই হাজিরা হওয়ায় ক্ষুদ্ধ হন বিচারক।
আরজি কর মামলার চার্জগঠন
জানা গিয়েছে, গত ১৪ জুলাই আলিপুর আদালতে হয়ে আরজি কর মামলার চার্জ গঠন। সেখানেই সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তদন্তকারী অফিসারকে সরাসরি জিজ্ঞেস করেন মামলার সম্পূর্ণ নথি না নিয়ে আদালতে কেন?
চার্জশিটে কাদের নাম রয়েছে?
আরজি কর মামলায় ২২ জুলাই থেকে আদালতে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহন পর্ব। এদিন প্রথম সাক্ষ্য দেন দেবল ঘোষ। এরপর সিবিআইকে আসল অভিযোগ পত্র দেখাতে বললে, আদালতে সিবিআই জানান, টালা থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগপত্র নেই তাদের কাছে। আর এতেই সিবিআইয়ের ক্ষোভের মুখে পড়েন তদন্তকারী অফিসার এবং সিবিআইয়ের আইনজীবী।
আদালতের কাছে সময়ের আর্জি সিবিআইয়ের
এরপর আদালতের কাছে সময় চেয়ে নেয় সিবিআই। এরপর বিচারক সিবিআই অফিসারের উদ্দেশে বলেন, ‘’কেন মিথ্যা বলছেন? রেকর্ড কেন আনা হল না?'' এই বিষয়ে বিচারপতির সাফ বক্তব্য, কাস্টেডিয়াল ট্রায়াল শুরু হয়েছে। এই ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না।
অভিযোগপত্র ছাড়াই শুরু বিচার?
এদিকে আদালতে আরজি কর মামলার অভিযোগ পত্র ছাড়াই বিচার শুরু হওয়া নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আসল অভিযোগপত্র ছাড়াই বিচার শুরু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা।
সিবিআইয়ের কাজে গাফিলতির অভিযোগ ?
একই সঙ্গে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাজে গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন। পুনরায় এই ধরনের ঘটনা ঘটলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিচারক।

