সংক্ষিপ্ত

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভায় আনার দাবি জানিয়েছেন। এরই মধ্যে সোমবার দলীয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের মধ্যে থেকে রাজ্য মন্ত্রিসভায় আনার দাবি উঠছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য দায়িত্ব দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র করা হল। সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন অভিষেক। নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে অভিষেকের পাশাপাশি দায়িত্ব পেয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষদস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। এছাড়া মুখপাত্র হিসেবে আরও কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। অর্থনীতির বিষয়ে দলের হয়ে কথা বলবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং এখন অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পের বিষয়ে কথা বলবেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা এবং সাংসদ পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ প্রকাশ চিক বরাইক। চা বাগান সংক্রান্ত বিষয়ে কথা বলবেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। জঙ্গল মহল সংক্রান্ত বিষয়ক মুখপাত্র আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিরবাহা হাঁসদা। বিধানসভার বিষয়ে কথা বলবেন চন্দ্রিমা, মানস ভুঁইয়া, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী, কুণাল ঘোষ এবং সুমন কাঞ্জিলাল।

এখনই রাজ্য মন্ত্রিসভায় আসছেন না অভিষেক?

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক অভিষেককে স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানিয়েছেন। কিন্তু আপাতত সেই দাবি মানা হচ্ছে না বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। জাতীয় রাজনীতিতে নতুন দায়িত্ব পাওয়ার পরেই দিল্লির উড়ান ধরেছেন অভিষেক। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার সংসদের অধিবেশনে যোগ দেবেন অভিষেক

তৃণমূল কংগ্রেসে শৃঙ্খলায় জোর

দলে শৃঙ্খলার উপর জোর দিচ্ছেন মমতা। সংসদ, বিধানসভা ও দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনটি আলাদা কমিটি তৈরি করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অভিষেকের অভিষেক এখনই হওয়া জরুরি, মমতার ওপর চাপ কমাতে জোর সওয়াল হুমায়ুন কবীরের

আরজি কর কাণ্ডের আবহে ভোট, সতর্ক তৃণমূলের হয়ে প্রচারে মমতা, অভিষেক সহ ৪০ জন তারকা প্রচারক

‘এরপর মমতা আর অভিষেক..’ বীরভূম থেকে কলকাতা যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের!