সংক্ষিপ্ত
আরজি করের জুনিয়র ডাক্তার সৈকত নিয়োগী বলেন, অনিকেতের অবস্থা অন্যদের থেকে বেশি আশঙ্কাজনক। ওর ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে।
ধর্মতলায় অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত। রবিবার থেকে অনশনে বলেছিলেন তিনি। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তিনি। জুনিয়র ডাক্তার সৈকত নিয়োগী জানিয়েছেন অনিকেত অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা উচিৎ। যদিও জুনিয়র ডাক্তার সূত্রের খবর তিনি অনশন মঞ্চ ছেড়ে যেতে নারাজ।
আরজি করের জুনিয়র ডাক্তার সৈকত নিয়োগী বলেন, অনিকেতের অবস্থা অন্যদের থেকে বেশি আশঙ্কাজনক। ওর ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে। অনিকেত বর্তমানে শারীরিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে গেছে। রিপোর্ট যা বলছে তাতে স্পষ্ট আস্তে আস্তে অনিকেত-সহ সকলেরই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। হঠাৎ করে শারীরিক অবস্থা আরও খারাপ হতে পরে। তিনি আরও বলেন, অনিকেতের আইসিইউ ছাড়া অন্যত্র চিকিৎসা করা সম্ভব নয়। তিনি আরো বলেছেন, আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অনিকেত হাসপাতালে যেতে চাইছে না বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে আরজি করের নির্যতিতার বিচারের পাশাপাশি ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অশনের পর কেটে গেছে ১০০ ঘণ্টারও বেশি সময়। এই অবস্থায় ধর্মতলার অনশন মঞ্চে এল পুলিশ। ধরিয়ে দিয়ে গেল এলাকা ছাড়ার নোটিশ। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জুনিয়র ডাক্তাররা। হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একটি চিঠি ধরিয়ে দিয়ে যাওয়া হয়েছে অনশনকারীদের। সেখানে বলা হয়েছে, 'আপনারা গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন করছেন। জোর করে প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বানিয়েছেন। আপনাদের সামনে যে বোর্ড রাখা হয়েছে তা থেকে পাওয়া ত্য বলছে আপনাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। বুধবার আপনাদের অনুরোধ করেছিলাম। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে। কিন্তু আপনারা তা প্রত্যাখ্যান করেছেন। আমরা রাজ্যের স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছি আপনাদের জন্য চিকিৎসকদের একি দল মোতায়েন করা হোক। আমাদের অনুরোধ আপনারা এই জায়গা ছাড়ুন। চিকিৎসার সহায্য গ্রহণ করুন। সমস্ত প্রয়োজনীয় আইনি সাহয্য দেওয়া হবে।' যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।