জানুয়ারির সেরা খবর! বাংলার সরকারি কর্মীদের ৬% DA ঘোষণা হতে পারে, জারি নোটিশ
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01j496332t9j1247hmwn5x0zjk/Screenshot-2024-08-02-144722-1722590268506.png?impolicy=All_policy&im=Resize=(690))
একদিকে কেন্দ্র বিভিন্ন দফায় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে চলেছে। কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্যের সরকার ডিএ বাড়িয়েছে কর্মীদের।
তবে সরকারি কর্মীরা তাতেও সন্তুষ্ট নন। নতুন বেতন কমিশন চাইছেন তাঁরা। কেন্দ্রের মতো ডিএ বৃদ্ধি, বকেয়া ডিএ ও বেশ কিছু দাবি নিয়ে একজোট হতে দেখা যায় বাংলার সরকারি কর্মীদের।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কোন নতুন ঘোষণাই করেননি।
আগের বছর তিনি ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার সেই নিয়ে মুখে কুলুপ সরকারের।
তাহলে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে কবে? একটি প্রশ্ন ঘোরাফেরা করছে এই রাজ্যের সর্বত্র।
সম্প্রতি শোনা যাচ্ছে, খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারী কর্মচারিদের।
২৫শে ডিসেম্বরের পর থেকেই সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।
২০২৫ সালেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের সরকারী কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারেন।
সূত্রের খবর, রাজ্যের সরকারী কর্মীদের এবার ৬% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে, রাজ্য বাজেটের পরেই সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। নতুন মাসে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যের সরকারী কর্মচারীরা।
বাংলার মহার্ঘ্য ভাতা নিয়ে একটানা অসন্তোষ নতুন নয়। বারংবার আন্দোলন, বিক্ষোভ, ও কর্মবিরতির পথে হাঁটতে হয়েছিল কর্মীদের।
তাই সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে।
বিষয়টি নিয়ে কানাঘুষো চললেও এখনো মুখ্যমন্ত্রী কোন আভাস দেননি। তাই কবে ডিএ-র ঘোষণা হয় তার অপেক্ষায় দিন গুনছে সবাই।