Kolkata News: ইদুজ্জোহা সবে গেল। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় উৎসবের মতো করেই পালন করা হয়েছে এই কুরবানির ইদ। 

Kolkata News: ইদুজ্জোহার ঠিক পরদিন যেন রীতিমতো নারকীয় অবস্থা। এবার উঠে এল বড়সড় অভিযোগ। কলকাতা পৌরসভার একাধিক এলাকার ট্যাপ থেকে রক্ত মেশানো জল আসার অভিযোগ উঠতে শুরু করেছে। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন স্থানীয় মানুষরা।

ঘটনাটা ঠিক কী হয়েছে?

কলকাটতা পার্কসার্কাস এবং চৌরঙ্গী এলাকার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোটা এলাকা কার্যত ভেসে যাচ্ছে লাল রক্ত মেশানো জলে। এমনকি, কিছু কিছু এলাকায় আবার সেই রক্ত মাখা জল প্রায় হাঁটু ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। আর তার মধ্যে দিয়েই হাঁটাচলা করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাছাড়া ঐ নারকীয় অবস্থার মধ্যেই নিত্যদিনের কাজকর্ম করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

Scroll to load tweet…

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই, কলকাতা পৌরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। তবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। 

মহাত্মা গান্ধী রোড, ৪৪ নম্বর ওয়ার্ড এবং সামদাল স্ট্রিটের একটি ভিডিও ভীষণভাবেই ভাইরাল হয়েছে

সেখানে দেখা যাচ্ছে, পুরো এলাকা কার্যত থইথই করছে নোংরা জলে। রাস্তার কোথাও কোথাও তো আবার হাঁটু পর্যন্ত রয়েছে সেই লাল জল। তার মধ্যে দিয়েই চলছে অটো এবং সাইকেল। সেই অবস্থাতেই কাজে বেরোতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ।

কলকাতা পৌরসভার বিরুদ্ধে:ঐ ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে আবার বলতে শোনা যায় যে, ইদের দিন এলাকায় এমন রক্ত মেশানো জল আসছে। তার মধ্যেই মানুষজন আবার নামাজ পড়ে বাড়ি ফিরছেন এবং কাজেও যাচ্ছেন। 

Scroll to load tweet…

রক্ত মেশানো নোংরা জলের জেরে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। আর এই জঘন্য পরিস্থিতির জেরে ক্ষুব্ধ সেই এলাকার স্থানীয় বাসিন্দারাও। প্রসঙ্গত, শনিবার পালিত হয়েছে কুরবানির ইদ। এদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে এই উৎসব। আর ঠিক তারপরের দিনই এমন একটি ঘটনায় রীতিমতো অভিযোগ উঠতে শুরু করেছে কলকাতা পৌরসভার বিরুদ্ধে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।