Kolkata Metro:
Kolkata Metro: একদিকে যেখানে নতুন মেট্রোপথ উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে পুরনো ব্লু লাইনের দুরবস্থা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট। রাইটস সমীক্ষক সংস্থার প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে একাধিক প্ল্যাটফর্মের ব্যাপক সংস্কার প্রয়োজন। আর তার ফলেই মাঝেমধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো পরিষেবা।
সম্প্রতি পিলারে ফাটল ধরা পড়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করতে হয়েছিল। এর পরই অন্য স্টেশনগুলির পরিকাঠামো খতিয়ে দেখা হয়। রিপোর্ট হাতে আসতেই তড়িঘড়ি টেন্ডার ডাকল মেট্রো কর্তৃপক্ষ। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোপথে প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসি ভালভ-সহ যাবতীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মোট খরচ ধরা হয়েছে ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা এবং সময়সীমা নির্ধারিত হয়েছে ৯ মাস।
মেট্রো সূত্রে খবর, রাইটস তাদের রিপোর্টে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তিনটি বিষয়ে— (১) মেট্রোর লাইন বা ট্র্যাক, (২) ডি-ওয়াল-সহ সুড়ঙ্গের বর্তমান অবস্থা এবং (৩) প্ল্যাটফর্ম ও পিলার। ভূগর্ভস্থ অংশের দুর্বল অবস্থার কারণে বর্তমানে ৮০ কিমি/ঘণ্টা গতিতে চলার সক্ষমতা থাকলেও ট্রেন চালানো হচ্ছে সর্বাধিক ৫৫ কিমি/ঘণ্টায়।
শহরের একাধিক ভূগর্ভস্থ স্টেশনের অবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে রাইটসের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই খোদ মেট্রোর জেনারেল ম্যানেজার উদ্বেগ প্রকাশ করেছেন। একদিকে নতুন মেট্রোপথ যাত্রীদের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে, অন্যদিকে পুরনো পথে এই ভয়াবহ চিত্র যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার ধারাবাহিকতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে মেট্রো ও রেল পরিষেবার উন্নয়নে কেন্দ্র বড় পদক্ষেপ নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি লিখে নতুন মেট্রো পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
চিঠিতে রেলমন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে। চলতি বাজেটে রাজ্যের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ১০১টি রেলস্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই ৯টি বিশ্বমানের ভাণ্ডে ভারত এক্সপ্রেস ও ২টি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।
রেলমন্ত্রী জানান, আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার সেলদা–এসপ্ল্যানেড মেট্রো সেকশন, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং নোআপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো সেকশনের উদ্বোধন করবেন। সেই দিন জেসোর রোড মেট্রো স্টেশন থেকে এই পরিষেবার সূচনা ও ট্রেনগুলির যাত্রা শুরুর অনুষ্ঠান হবে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


