সংক্ষিপ্ত

একটু সুস্থ হতেই বাড়ি ফেরার আবেদন জানিয়েছিলেন বুদ্ধদেব। তবে তখনও সংক্রমণ পুরোপুরি না কমায় হাসপাতালেই থাকতে হয় তাঁকে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

আগের থেকে বেশ খানিকটা ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে শনিবারই এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য একটু সুস্থ হতেই বাড়ি ফেরার আবেদন জানিয়েছিলেন বুদ্ধদেব। তবে তখনও সংক্রমণ পুরোপুরি না কমায় হাসপাতালেই থাকতে হয় তাঁকে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার ইচ্ছে পূরণ করা যায় কি না সে বিষয় আলোচনা চলছে। শনিবারই এই বিষয় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।

আগামী সপ্তাহেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যায় কি না সেবিষয় আলোচনা করতে শনিবার মেডিক্যাল বোর্ডের বিশেষ বৈঠক। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে বৈঠক। উপস্থিত থাকবেন সিপিআইএমের নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বুদ্ধদেবের বাড়ি ফেরা নিয়ে সিদ্ধন্ত গ্রহণ হবে আজই। বৃহস্পতিবারই বুকের ইউএসজি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মেডিক্যাল বুলেটিনে জানানো হয় আপাতত তাঁর শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। আপাতত জ্ঞান রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সাড়া দিচ্ছেন চিকিৎসকদের ডাকে। শুধু তাই নয় ভিজিটরসদের ডাকেও সাড়া দিচ্ছেন তিনি। বুধবার রাইলস টিউব খুলে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। গত সোমবারই ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। গতকাল থেকে ভিজিটারদের সঙ্গেও টুকটাক কথা বলেছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে একটু সুস্থ হতেই বাইপ্যাপ সহ রাইলস টিউব খুলে ফেলতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার আমও খেতে চেয়েছিলেন তিনি।

শারীরিক অবস্থা অনেকটা ভালো হলে বৃহস্পতিবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে ফুসফুসে সংক্রমণের মাত্রা ও অন্যান্য ফ্যাক্টরগুলি জানতে আবার বুদ্ধদেব ভট্টাচার্যের বুকের ইউএসজি করা হবে। এই মুহূর্তে অন্যান্য প্যারামিটারগুলি সন্তোষজনক বলেই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। সংক্রমণের কারণে চলছে অ্য়ান্টি বায়োটিকের কোর্স। আগামী শনিবার এই কোর্সও শেষ হবে। আজ তাঁকে দেখতে ছত্তিশগঢ় থেকে কলকাতায় আসছেন অভিজ্ঞ ফুসফুস বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায়। তাঁর পরামর্শ মতোই এগোবে মেডিক্যাল বোর্ড।

গত শনিবার রাতে ফুসফুস এবং শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ হওয়ায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেই রাতেই তৎক্ষনাৎ ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। ধরা পরে নিউমোনিয়াও। সোমবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভেন্টিলেশন থেকে বের করে আনা হয় বুদ্ধদেবকে। আগের চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সামান্য সুস্থ হতেই বাড়ি ফিরতে চেয়েছেন তিনি। চিকিৎসকদের কাছে তাঁর আবদার,'আমাকে এ বার ছেড়ে দিন।'