সংক্ষিপ্ত
ফুটপাতের ধারে থাকা লোহার রেলিং ভেঙে প্রচণ্ড বেগে মেট্রো রেলের কর্মীদের থাকার অস্থায়ী জায়গায় ধাক্কা মারে বাসটি।
বুধবার সকাল শুরু হতেই মারাত্মক দুর্ঘটনা ঘটল কলকাতার রাস্তায়। বিবাদি বাগের মতো জনবহুল এলাকায় দিনের প্রথম প্রহরেই ঝরল রক্ত। এদিন সকালে তীব্র বেগে ছুটে এসে ফুটপাতের ধারে থাকা লোহার রেলিং ভেঙে ঢুকে গেল একটি বাস। বেপরোয়া গতি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বিবাদি বাগ এলাকায় প্রচণ্ড গতিতে ছুটে এসে ফুটপাতে উঠে যায় ঠাকুরপুকুর শিয়ালদহ রুটের এস ৩ এ (S 3 A) বাসটি। ওই এলাকায় বর্তমানে ফুটপাতের ধারে অস্থায়ী ছাউনিতে বাস করছেন কলকাতার মেট্রো রেলের কর্মীরা। বাসটি আজ সকালে সেই ছাউনিতে গিয়ে সজোরে ধাক্কা মারে।
ঘটনার সময় মেট্রো রেলের ওই অস্থায়ী বাসস্থানে উপস্থিত ছিলেন ৩ জন কর্মী। প্রত্যেকেই বেপরোয়া বাসের ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন অদূরে। অতি দ্রুত তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে, এই দুর্ঘটনার পরেই বাস ছেড়ে পালিয়ে গিয়েছেন চালক। তাঁর সহযোগী কন্ডাক্টরকে পাকড়াও করা গিয়েছে। ঠাকুরপুকুর শিয়ালদহ রুটের ওই বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সকালবেলা গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা, অথবা চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা কিংবা বাসটিতে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-
UPSC 2022-23 Result: মেয়েদের হাতেই রইল প্রথম চার সেরার শিরোপা, প্রথম ২৫-এ ১৪ জনই মহিলা
Weather News: পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল ঝড়ের কমলা সতর্কতা, টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
‘কালো টাকা তো উদ্ধার হবেই না, উলটে ব্যাপক মন্দা দেখা দেবে’, ২ হাজারের নোটবন্দি নিয়ে মন্তব্য ব্যাঙ্ক ইউনিয়ন নেতার