Primary TET 2014 News: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার দিন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। নতুন বিচারপতির বেঞ্চে আগামী সপ্তাহেই শুনানি বলে জানা গিয়েছে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগে ৩২ হাজার চাকরি বাতিল মামলা। জানুন আরও…
Primary TET 2014 News: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার দিন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। নতুন বিচারপতির বেঞ্চে আগামী সপ্তাহেই শুনানি বলে জানা গিয়েছে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী সোমবার, ২৮ এপ্রিল। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনবে।
সোমবার মামলার শুনানি নিয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কী নির্দেশ দিয়েছে (Primary TET 2014 News):-
সূত্রের খবর, এর আগে গত ৭ এপ্রিল সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। ফলে জটিলতা তৈরি হয়। পিছিয়ে যায় শুনানি। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে যায়। এবার ওই মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হল। স্থির হল নতুন বেঞ্চও। মামলার শুনানি হবে আগামী সোমবার, ২৮ এপ্রিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনবে। দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম। অবশেষে সোমবার মামলার বেঞ্চ ও তারিখ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। সেই শুনানি হবে আগামী ২৮ এপ্রিল। এছাড়াও, এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে বর্তমানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


