- Home
- West Bengal
- Kolkata
- স্বাস্থ্যসচিবকে চিঠি দিল সিবিআই, আরজি কর দুর্নীতিতে জড়িতরা কেন এখনও পদে বহাল, উঠল প্রশ্ন
স্বাস্থ্যসচিবকে চিঠি দিল সিবিআই, আরজি কর দুর্নীতিতে জড়িতরা কেন এখনও পদে বহাল, উঠল প্রশ্ন
- FB
- TW
- Linkdin
গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এখনও চলছে সেই ঘটনার তদন্ত।
চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্রে করে বারে বারে শিরোনামে এসেছে আরজিকর। এই ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও বেশ কিছু তথ্য।
এই ইস্যুতে এবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি পাঠান সিবিআই। জানতে চাওয়া হয়েছে, দুর্নীতিতে জড়িতরা কেন এখনও পদে বহাল।
আরজি কর কাণ্ডের রেশ ধরে একাধিক তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, ক্যান্টিন, ক্যাফে, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হত। সেখানে বেআইনি ভাবে টেন্ডার পেতেন সন্দীপ ঘনিষ্ঠরা।
ডাক্তারি তহবিল নয়ছয়ের অভিযোগ উঠেছে। তেমনই থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে এসেছে নানান দুর্নীতি।
এই সবেতে নাম জড়িয়েছে একাধিক চিকিৎসকের। কিন্তু, এখনও তারা সেই সকল পদে বহাল। এই নিয়ে বিস্তারিত জানতে চাইল সিবিআই।
আর্থিক দুর্নীতিতে চিকিৎসক দেবাশিস সোমের যে যোগ আছে তা প্রমাণিত। তেমনই চিকিৎসক সুজাতা ঘোষের নাম সামনে আসে। তা সত্ত্বেও এখন তারা সেই পদে বহাল।
এই সঙ্গে থ্রেট কালচারে জড়িতদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরকে পদক্ষেপ নিতে আর্জি জানানো হয়েছে। এই চিঠির কছা এসেছে প্রকাশ্যে।
এদিকে আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে চলছে অনশন। আরও দশ দফা দাবি নিয়ে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা।
আজ অনশনের ১৩ তম দিন। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছয় ডাক্তার।