বাঁদরের গলায় লোহার চেন, নাইট ক্লাবের থিম পার্টি দেখে হতবাক স্বস্তিকা, অনিন্দ্য
কলকাতার ক্যামাক স্ট্রিট এলাকার 'টয় রুম কলকাতা' নামের ওই নাইট ক্লাবের ভিডিও শেয়ার করে সরাসরি কলকাতা পুলিশকে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
ছোট্ট বাঁদরের গলায় বাঁধা মোটা লোহার চেন! তার ওপর সেই বাঁদরেরই চোখে পরানো রয়েছে নীল রঙের আই শ্যাডো। এখানেই শেষ নয়। বাঁদরটিকে নৈশ পার্টির উন্মত্ত জনতার সামনে টেবিলের ওপর ক্রমাগত নাচতে বাধ্য করা। এমনই নৃশংসতম ঘৃণ্য ঘটনা ঘটল কলকাতা ক্যামাক স্ট্রিটের একটি নাইট ক্লাবে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী তথা সমাজকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এক টলি অভিনেতা সরাসরি নাইট ক্লাবের নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনি যদি মনে করে থাকেন একটা ক্ষুধার্ত বাচ্চা বাঁদরকে ব্যবহার করলে আপনার সার্কাস থিমের পার্টিটাকে সুন্দর দেখাবে, তাহলে আমি দুঃখিত টয় রুম কলকাতা!’ সেই অভিনেতার নাম অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিওতে একেবারে সঙ্গিন অবস্থায় দেখা গেছে ছোট্ট বাঁদরের ছানাটিকে। অর্থাৎ, সেই সময়ে ওই প্রাণীটির ঘুমন্ত বা নেশাগ্রস্ত হয়ে থাকাটাও খুব-একটা আশ্চর্যের কথা নয়। বাঁদরটিকে উদ্ধার করেছে বনদফতর। নাইট ক্লাবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের শেক্সপিয়র সরণি থানায় |