সংক্ষিপ্ত
বুধবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হল।
ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ। পুলিশের বাধায় ভিতরে ঢুকতেই পারলেন না অস্কারে মনোনয়ন পাওয়া ছবি 'পুতুল'-এর গান 'ইতি মা'-এর সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায় এবং পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। তাঁদের এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে বসার কথা ছিল। ইন্দিরা ও সায়নের কাছে আমন্ত্রণপত্রও ছিল। কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত ভিড় হওয়ার কারণে তাঁদের ভিতরে ঢুকতে বাধা দিল পুলিশ। বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শেষপর্যন্ত অন্য প্রবেশপথ দিয়ে ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। অপর এক শিল্পী শোভনসুন্দর বসুরও একই অভিজ্ঞতা হল। তাঁকেও দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
আমন্ত্রিত অতিথিদের কেন বাধা পুলিশের?
ইন্দিরা ও সায়ন জানিয়েছেন, তাঁদের কাছে আমন্ত্রণপত্র ছিল। তাঁদের জানানো হয়েছিল, আসন সংরক্ষিত আছে। কিন্তু তা সত্ত্বেও তাঁদের বাধা দেয় পুলিশ। ধনধান্য প্রেক্ষাগৃহে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা জানান, ভিতরে অতিরিক্ত ভিড় হয়েছে। অনেকে করিডরে বসে পড়েছেন। এই পরিস্থিতিতে আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু এরকম অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিদেরই প্রবেশ করার কথা। যত আসন তার চেয়ে বেশি মানুষের প্রবেশ করার কথা নয়। তাহলে এত লোক কীভাবে ভিতরে ঢুকতে পারল? তাদের কেন বাধা দিল না পুলিশ? বিশিষ্ট অতিথিদের কেন বাধা দেওয়া হল? অনেক প্রশ্নই উঠছে। এরকম অনুষ্ঠানে পুলিশের বাধার মুখে পড়ে বিরক্ত হন অতিথিরা। তাঁরা আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দেব, রুক্মিনী-সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মুখ্যমন্ত্রীর ভাবনায় থিম সং, থাকছে ২৯টি দেশের ছবি, জমজমাট কলকাতা চলচ্চিত্র উৎসব
থাকছেন না শাহরুখ-সলমন-বচ্চন, তাহলে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা?
কাঞ্চনের পর শ্রীময়ী? সত্যিই কি রাজনীতিতে যোগ দেবেন কাঞ্চন পত্নী? বাড়ছে জল্পনা