কুস্তিগীরদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ময়দানে মোমবাতি মিছিল
এদিন ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী। এরপর গোষ্ঠ পালের মূর্তির সামনে কুস্তিগীরদের প্রতি দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদ জানান ।
কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মিছিল থেকেই ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে কুস্তিগীরদের প্রতি দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদ জানাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী এদিন ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, সৈয়দ রহিম নবি, আলভিটো ডি কুনহা, বিকাশ পাঁজি, মাধব দাসরা। মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তা কামারউদ্দিন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী। মিছিলে অনেকের হাতেই কুস্তিগীরদের প্রতি হওয়া অন্যায়ের বিচারের দাবিতে প্ল্যাকার্ড দেখা যায়। এরপর গোষ্ঠ পালের মূর্তির সামনে কুস্তিগীরদের প্রতি দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদ জানান ।