- Home
- West Bengal
- Kolkata
- সোম থেকে ভোল বদলাবে আবহাওয়া? দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি শুরু কাল থেকেই! কমবে কবে? জানুন আপডেট
সোম থেকে ভোল বদলাবে আবহাওয়া? দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি শুরু কাল থেকেই! কমবে কবে? জানুন আপডেট
- FB
- TW
- Linkdin
সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের (South Bengal Weather)
কোন কোন জেলা ভিজবে? রইল আবহাওয়ার সম্পূর্ণ খবর।
এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন সপ্তাহেই শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার পর্যন্ত তাপমাত্রা ২- ৩ ডিগ্রি কমতে পারে।
তবে তারপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস। অর্থাৎ কনকনে শীত আসতে এখনও কিছুটা দেরি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া।
তবে আগামীকাল থেকে ফের ঝড়-জল। সোমবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টি হবে না। হাল্কা বৃষ্টির সম্ভাবনা মাত্র।
বিগত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায়।
মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে এক ধাক্কায় পারদ পতন হয়েছে।
আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।