রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগে দুর্নীতি, আদিলতে দাবী ইডি-র, মুখ খুললেন ফিরহাদ
রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগে দুর্নীতি, আদিলতে দাবী ইডি-র, মুখ খুললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, ‘বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে, ব্যাঙ্কশাল কোটে এসেছে।’
রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগে দুর্নীতি, আদিলতে দাবী ইডি-র, মুখ খুললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, 'বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে, ব্যাঙ্কশাল কোটে এসেছে। আমি জানতে চেষ্টা করছি, যে কোন কোন মিউনিসিপালিটি নামে বলেছে। যদি কোন প্রমাণ থাকে তবে আমরা উকিল লাগিয়ে বিষয়টি দেখব। আমি শুনলাম যে ২০০৬ সালের নথিও নাকি আছে। তবে সত্যি কিনা জানিনা।'