কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায়? DA নিয়ে দুর্দান্ত আপডেট নবান্নের
দারুণ ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে সোমবারই। বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা এদিন পাওয়া যেতে পারে। ভাল খবরের আশায় সরকারি কর্মীরা।
- FB
- TW
- Linkdin
)
বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা আগামী সপ্তাহে অর্থাৎ সোমবারেই পাওয়া যেতে পারে।
কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়।
এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে এদিনই। ভাল খবরের আশায় সরকারি কর্মীরা।
কেন্দ্রের কর্মীরা সপ্তম পে কমিশনের হিসাবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও রাজ্য সরকারের কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। ফলে পার্থক্য থেকেই যাচ্ছে।
এরই মাঝে অষ্টম পে কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। যেটা খুব সম্ভবত ২০২৬ থেকে চালু হবে।
অথচ এখনও পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন নিয়ে কোনো হেলদোলই দেখা যাচ্ছে না।
২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়।
যেটা রাজ্যে দীর্ঘ টালবাহানা করার পর ২০২০ সালে এসে চালু হয়।
এখন কেন্দ্রে অষ্টম পে কমিশন আসার পরেও কি রাজ্য ষষ্ঠতেই আটকে থাকবে নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে সেটাই দেখার বিষয়।
কেন্দ্রের সমান বাংলায় বেতন কমিশন চাই কি না সেটা ঠিক হতে পারে সোমবারের বেতন কমিশনের মাথায় কে থাকছেন সেটার উপরেই।
আসলে আজকেই নতুন বেতন কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারিত হতে পারে।