ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের, কবে থেকে হাতে পাবেন? পাওয়া গেল দারুণ আপডেট
- FB
- TW
- Linkdin
রাজ্য সরকারি কর্মীদের দাবি অতি শীঘ্রই যেন মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার।
কিন্তু সরকার এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে। ইতিমধ্যে নতুন একটি আপডেট সামনে আসছে।
কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল।
কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়নি। বাস্তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হাজারো আন্দোলন ও বিক্ষোভ করলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাঁদের।
দিনের পর দিন ধরে শুধু অপেক্ষাই করে গিয়েছেন কর্মীরা।
তবে ২০২৫ সালের জন্য রাজ্য সরকারি কর্মীরা ভালো খবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে কর্মীদের।
আসলে গত বছর এই সময়েই ডিএ বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের। এবারেও কি তেমনটাই হবে? প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা।
দাবি করা হচ্ছে, জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়তে পারে।
ডিএ বৃদ্ধি নিয়ে যে দোটানা সৃষ্টি হয়েছে সেখানে সরকারি কর্মীরা আশার আলো দেখলেই সেদিকে মনোনিবেশ করছেন।
চলতি বছরের শুরুতেই একদফা ডিএ বৃদ্ধি পেয়েছিল। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। ফের এপ্রিলে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল।