News Round Up: সারা দিনের সেরা খবর, দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
News Round Up: ১. আধার কার্ড প্রামাণ্য নথি, জানাল সুপ্রিম কোর্ট
আধার কার্ড (Aadhar) নাগরিকত্বের প্রমাণ না হলেও, পরিচয়পত্র ও ঠিকানার নথি হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিহারে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা আধার কার্ড পেশ করে ফের বিবেচনার জন্য আবেদন জানাতে পারবেন। এমনই বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। কেন ৬৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তা নির্বাচন কমিশনকে (Election Commission of India) বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাতে বলেছে শীর্ষ আদালত।
সবিস্তারে পড়ুন- Bihar SIR case: 'আধার কার্ড আইনত স্বীকৃত নথি', ভোটার তালিকা মামলার দুটি নির্দেশ সুপ্রিম কোর্টের
২. কন্যাশ্রীর সাফল্যের প্রচারে মুখ্যমন্ত্রী
রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করার পর কেটে গিয়েছে ১২ বছর। বৃহস্পতিবার এই প্রকল্পের সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন, কন্যাশ্রী প্রকল্পের কারণেই এই রাজ্যে স্কুলছুটের সংখ্যা কমেছে। মুখ্যমন্ত্রীর আরও দাবি, কন্যাশ্রী প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের প্রায় ৯৩ লক্ষ পড়ুয়া। আগামী এক বছরের মধ্যে আরও সাত লক্ষ পড়ুয়াকে কন্যাশ্রী প্রকল্পে যুক্ত করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া পড়ুয়ার সংখ্যা এক কোটিতে পৌঁছে গেলে সেই সাফল্য উদযাপন করা হবে।
সবিস্তারে পড়ুন- ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম কন্যাশ্রী, ১২ বছরে সাফল্যের খতিয়ান দিলেন মমতা
৩. পথ কুকুরদের পাশে কপিল দেব
দিল্লি ও এনসিআর অঞ্চল (Delhi and NCR) অঞ্চল থেকে সব পথ কুকুরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তা নিয়ে এবার সরব হলেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)। তিনি অনুরোধ জানিয়েছেন, প্রশাসন যেন পথ কুকুরদের অবহেলা না করে। পথ কুকুরদের ছুড়ে ফেলে না দিয়ে যেন ভালোভাবে বাঁচার সুযোগ দেওয়া হয়।
সবিস্তারে পড়ুন- 'ওদের ভালোভাবে বাঁচতে দিন,' পথ কুকুর নিয়ে বিতর্কের মধ্যে আর্জি কপিল দেবের
৪. কলকাতা ডার্বির টিকিট শেষ
রবিবার ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বি (Kolkata Derby)। বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর ফলে বেশিরভাগ ফুটবলপ্রেমীই টিকিট পাননি। শনিবার অফলাইনে সামান্য কয়েক হাজার টিকিট বিক্রি হবে। এতে ফুটবলপ্রেমীরা খুশি নন। অনেকেই ক্ষোভপ্রকাশ করছেন।
সবিস্তারে পড়ুন- অনলাইনে মুহূর্তের মধ্যে শেষ টিকিট, কলকাতা ডার্বির আগে ফের রাত জাগতে হবে সমর্থকদের?
৫. ভুয়ো ভোটার বিতর্ক
তৃণমূল কংগ্রেস (AITC) সাংসদ অভিষেক বন্দ্যোোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিষেককে আক্রমণ করেছেন বিজেপি (BJP) নেতা অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, ভুয়ো বা কারচুপির অবকাশ নেই। অভিষেকের নামে কুৎসা রটানোর চেষ্টা করছেন অনুরাগ।
সবিস্তারে পড়ুন- ডায়মন্ডহারবার নিয়ে অভিষেককে টার্গেট করা হচ্ছে, কুণালের তীর অনুরাগ ঠাকুরের দিকে
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


