- Home
- West Bengal
- Kolkata
- মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর! রাজ্য সরকারি কর্মীদের DA দিচ্ছেন ৩-৪-৫ শতাংশ হারে, দাবি দলীয় নেতার
মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর! রাজ্য সরকারি কর্মীদের DA দিচ্ছেন ৩-৪-৫ শতাংশ হারে, দাবি দলীয় নেতার
- FB
- TW
- Linkdin
DA বিতর্ক আর থামছে না। বরং, যত দিন যাচ্ছে তত বাড়ছে এই বিতর্ক। বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা।
১৪ শতাংশ মহার্ঘ ভাতাতে একেবারে খুশি নন কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের খুশি করবে নয়া পদক্ষেপ নিলেন মমতা সরকার।
সরকারি কর্মীদের খুশি করতে ১৮ শতাংশে ডিএ দেওয়ার সিন্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তাতেও কর্মীদের মন পেলেন না।
সঠিক হারে ডিএ বৃদ্ধির দাবিতে চলছে আন্দোলন। এবার কর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দেগে শুভেন্দু বলেন, পুজোর চাঁদা দিচ্ছেন ৮০ হাজার। ইমাম মোয়াজ্জেমজের দিয়েছেন, পুরোহিতদের দেবেন বলেছেন।
… বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ১৫০০ টাকা। কিন্তু তিনি কেন্দ্রের হারে ডিএ, আর চাকরি দেবেন না।
তিনি আরও বলেন, অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফার ভিক্ষার মতো করে ছুঁড়ে দেওয়া ৩-৪-৫ শতাংশ ডিএ আপনারা পাচ্ছেন, সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আপসহীন লড়াইয়ের ফল।
এদিকে এখনও রাজ্য সরকারী কর্মীদের ডিএ নিয়ে জট কাটেনি। অ্যালেন পার্কের অনুষ্ঠানে অনেকেই আশা করেন মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন।
কিন্তু, সেদিনের অনুষ্ঠানে এ প্রসঙ্গে কোনও ঘোষণা না হওয়ায় মন ভাঙে সকল রাজ্য সরকারি কর্মীদের।
এদিকে এখনও কাটেনি জট। নতুন বছর থেকে ঠিক কত শতাংশ ডিএ নিলবে আর কত শতাংশ হারে বেতন বাড়বে তা নিয়ে মেলেনি নিশ্চিত খবর।