- Home
- West Bengal
- Kolkata
- সন্দীপ-অভিজিতের মুছে ফেলা কল রেকর্ডের রহস্য ফাঁস! সিবিআই-এর হাতে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য
সন্দীপ-অভিজিতের মুছে ফেলা কল রেকর্ডের রহস্য ফাঁস! সিবিআই-এর হাতে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য
- FB
- TW
- Linkdin
আরজি কর-কাণ্ড
দেখতে দেখতে ৩ মাস পার হয়ে গেছে আরজি কর হত্যাকাণ্ড। ৯ আগস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ।
সোমবার বিচারপক্রিয়া শুরু
সূত্রের খবর সোমবার থেকে আরজি কর কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হবে শিয়ালদহ আদালতে। সঞ্জয় রায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত খুন আর ধর্ষণকাণ্ডে।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট?
সিবিআই সূত্রের খবর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ও টালা থানার ওসিব বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশ করতে চায় সিবিআই। আগামী সপ্তাহের শুরুতেই চার্জশিট পেশ করতে পারে সিবিআই।
প্রক্রিয়া শুরু
সিবিআই সূত্রের খবর সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করার প্রক্রিয়া শুরু করেছে। এর আগে সাপ্লিমেন্টরি চার্জশিটে নাম ছিল সন্দীপ ও অভিজিতের।
মূল অভিযোগ
আগের চার্জশিটে সিবিআই অভিযোগ করেছিল আরজি কর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার কাজ করেছিল দুই জনে। তাদের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছিল। এবার নতুন ধারা দিতে পারে বলেও সূত্রের খবর।
সিবিআইএর অস্ত্র কল রেকর্ড
সন্দীপ আর অভিজিতের বিরুদ্ধে সিবিআই-এর অস্ত্র হল কল রেকর্ড। যা জোর করে ফোন থেকে মুছে ফেলা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। সেই মুছে ফেলা কল রেকর্ড উদ্ধার করেছে সিবিআই।
মোড় ঘুরে যাওয়া তথ্য
সিবিআই সূত্রের খবর কল রেকর্ডের যে তথ্য হাতে এসেছে তা মোড় ঘুরিয়ে দিতে পারে তদন্তের। তাই সন্দীপদের বিরুদ্ধে সিবিআই-এর অস্ত্র কল রেকর্ড।
কথাবার্তা
সিবিআই সূত্রের খবর কল রেকর্ডের তথ্যই বলছে সন্দীপ আর অভিজিতের মধ্যে ভালমত যোগাযোগ ছিল। তারা ঘটনার দিন একাধিকবার কথা বলেছেন। বিস্তর আলোচনা করেছেন।
কীভাবে উদ্ধার
সিবিআই সূত্রের খবর অভিজিৎ মণ্ডলের ফোনে অটো কল রেকর্ডিং মোড অন করা ছিল। তাই সমস্ত কল রেকর্ডিং হয়েছিল। সন্দীপ ৯ আগস্ট ঘটনার দিন একাধিক নির্দেশ দিয়েছিলেন অভিজিৎকে। সেগুলি সবই রেকর্ডিং হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার পরই সেই তথ্য সামনে আসে। তাই থেকেই উদ্ধার করা হয় মুছে ফেলা কল রেকর্ডিং।
কল রেকর্ডি ছাড়াও...
কল রেকর্ডিং ছাড়াও ধৃত দু’জনের ফোন থেকে ঘটনাস্থলের ভিডিও রেকর্ডিংও মিলেছে বলে অভিযোগ। অনেকেই মনে করেছে দুজনেই রয়েছে বড় বিপদের সামনে।