বুধবার বিকেলে মন্দিরে সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য-রাজনীতিতেও শোরগোল পড়ে যায়।
বিরাট খবর ফাঁস। আগামী ২১ জুলাই দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে। পাশাপাশি, তাঁর (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারও ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, রিঙ্কু তৃণমূলের মহিলা কমিটিতেও স্থান পেতে পারেন।
বুধবার বিকেলে মন্দিরে সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য-রাজনীতিতেও শোরগোল পড়ে যায়। পাশাপাশি, দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন কিনা এই বিষয়েও শুরু হয় জল্পনা। এদিকে, সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি আদৌ ভালোভাবে নিচ্ছেন না বিজেপির নেতৃত্বরা। শুধু তাই নয়, দিলীপ ঘোষের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) শাসকদলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই তৃণমূলে তাঁর যোগদানের জল্পনায় ঘাসফুল শিবিরের একাংশ অসন্তুষ্ট হতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। কারণ রাজনীতির ময়দানে, বিরোধী দলে থেকে বারংবার মমতা ব্যানার্জিকে বাক্যবাণে বিঁধেছিলেন দিলীপ ঘোষ। তাই দিলীপের এই পদক্ষেপে বেশ অবাক বিজেপি নেতারা।
তীব্র কটাক্ষের সুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দেন, “একজন ‘ত্যাগী’ থেকে কিভাবে ‘ভোগী’ হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু।” শুধু তাই নয়, সৌমিত্র দিলীপ ঘোষকে “বাংলা বিজেপির লজ্জা” হিসেবে বিবেচিত করেছেন।” এদিকে, সোশ্যাল মিডিয়ায় তরুণজ্যোতি একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। যেখানে তিনি দিলীপ ঘোষের উদ্দেশ্যে এটাও বলেন যে “ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তাঁর পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকের পর।”
আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।


