সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। তবে, এক প্রবল সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি। একান্ত সাক্ষাৎকারে এক টেলিভিশন নিউজ চ্যানেলকে বললেন তিনি একজন রূপান্তরকামী।

 

বদলে যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের পরিচয়। বুধবার এক টেলিভিশন নিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য জানিয়েছেন তিনি একজন রূপান্তরকামী। আর সেই কারণে এবার তিনি নিজের নাম ও পরিচয় বদল করছেন। সুচেতনা নয় এখন থেকে তিনি হয়ে গিয়েছেন সুচেতন ভট্টাচার্য। ৪২ বছর পূর্তির ঠিক মাস খানেক আগে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানিয়েছেন।

বাবা বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই সুচেতনও রাজনীতির আঙিনায় রয়েছেন। তবে, প্রচারের আলো থেকে সব সময়ে নিজেকে একটু দূরেই সরিয়ে রাখেন। বরং জনসংযোগ এবং মাটির কাছাকাছি থেকে রাজনীতিতেই তিনি বেশি আগ্রহী। যার জন্য রাজনীতির সিড়ি ভাঙার খেলায় সেভাবে কখনই দেখা যায়নি সুচেতনকে। রাজনীতির পাশাপাশি একজন মানবাধিকার কর্মী ও পশুপ্রেমি হিসাবেও নিজেকে তুলে ধরেছেন তিনি।

বাংলা টেলিভিশন নিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুচেতন জানিয়েছেন, তিনি জন্ম থেকেই একজন ট্রান্সম্যান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অনুভূতি এবং নিজের আসল পরিচয়কে চেনার বিষয়টি আরও জোরদার হয়েছে। তিনি যে একজন ট্রান্সম্যান- তা বহুদিন আগেই বুঝতে পেরেছিলেন। ছোটবেলা থেকেই এই নিয়ে বাবা বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে তাঁর আলোচনাও হত। কিন্তু, নিজেকে সত্ত্বাকে একজন রূপান্তরকামী বলে সরকারিভাবে ঘোষণা করার সাহসটা এই ৪২ বছর পূরণের প্রাক্কালে এসে পেলেন।

এই একান্ত সাক্ষাৎকারে সুচেতন ভট্টাচার্য জানিয়েছেন, তিনি শুধু যে নাম পরিবর্তন করেছেন সেটা নয়, এবার শারীরিকভাবে তিনি কীভাবে একজন পুরুষের শরীর পেতে পারেন সেই নিয়ে চিকিৎসকদের সঙ্গে শলা-পরামর্শও করছেন। এমনকী খতিয়ে দেখছেন বিভিন্ন আইনি দিকও।

বাবা একজন কমিউনিস্ট নেতা। তিনি নিজেও একজন কমিউনিস্ট। পরিবারমণ্ডলেও প্রবলভাবে রয়েছে কমিউনিজমের প্রতি ঝোঁক। সুতরাং এমন একটা পরিবেশে থেকে কীভাবে এমন সিদ্ধান্ত নিলেন? টেলিভিশন চ্যানেলের করা প্রশ্নেও উত্তর দিয়েছেন সুচেতন। তিনি জানিয়েছেন, যারা তাঁদেরকে চেনেন তাঁরা জানেন যে তিনি এবং তাঁর বাবা প্রবলভাবে প্রগতিশীল চিন্তা-ভাবনায় বিশ্বাসী। আর কমিউনিস্ট বা কমিউনিজমের মানে যারা ঠিকমত জ্ঞান রাখেন না-তাদের উদ্দেশে এই নিয়ে তিনি কোনও কথাই বলতে চান না বলেও জানিয়েছেন সুচেতন।

সুচেতনের এই সিদ্ধান্তে তাঁর বাবা বুদ্ধদেব ভট্টাচার্য এবং মা মীরা ভট্টাচার্যের মত আছে কি না- তা নিয়ে কোনও উত্তর দেননি তিনি। শুধু জানিয়েছেন, ট্র্যান্সম্যান বিষয়টি নিয়ে ছোটবেলা থেকেই বাবা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর কথা হত। এখন তিনি জুলাই মাসে ৪২ পূরণ করবেন। তার আগেই নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে নিজের আসল সত্তাকে ঘোষণা করে আগামী দিনে সেই পরিচয়েই সমাজের বুকে এগিয়ে যেতে চান।