গঙ্গার তলা দিয়ে ভারতে প্রথমবার ছুটল মেট্রো, উচ্ছসিত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানরা ও অন্যান্য মেট্রো কর্মীরা
গঙ্গার নীচ দিয়ে হাওড়া পৌঁছল কলকাতা মেট্রো । গঙ্গার তলা দিয়ে এই যাত্রা ক্যামেরাবন্দি করলেন এক মেট্রো কর্মী । অবশেষে সাফল্য মেলায় উচ্ছসিত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানরা ও অন্যান্য মেট্রো কর্মীরা ।
গঙ্গার নীচ দিয়ে হাওড়া পৌঁছল কলকাতা মেট্রো | ভারতে এই প্রথম কোনও নদীর নীচ দিয়ে যাতায়াত করল মেট্রো | বুধবার দেশের মেট্রো ট্রেন ভ্রমণের ইতিহাসে আরও একটি সোনালি পাতা জুড়ে যায় | এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ট্র্যাকের প্রথম পরীক্ষা করা হয়। গঙ্গার তলা দিয়ে এই যাত্রা ক্যামেরাবন্দি করলেন এক মেট্রো কর্মী | অবশেষে সাফল্য মেলায় উচ্ছসিত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানরা ও অন্যান্য মেট্রো কর্মীরা |