- Home
- West Bengal
- Kolkata
- 'করোনা কালেও বেড়েছে রাজ্যের জিডিপি', জি২০ সম্মেলনের উদ্বোধনী মঞ্চে বাংলার উন্নতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
'করোনা কালেও বেড়েছে রাজ্যের জিডিপি', জি২০ সম্মেলনের উদ্বোধনী মঞ্চে বাংলার উন্নতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- FB
- TW
- Linkdin
৯ জানুয়ারি থেকে কলকাতায় জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক শুরু হল। সোমবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হয় এই সম্মেলনের। বেলা ১২টা নাগাদ জি২০ সামিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জি২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের একাধিক উন্নতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জিডিপি বৃদ্ধির পাশাপাশি একাধিক শিল্পের কথাও তুলে ধরলেন তিনি।
রাজ্যের একাধিক ক্ষুদ্র শিল্পের প্রসংশা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি তিনি জানান কোভিডকালেও বেড়েছে রাজ্যের জিডিপি। সোমবার দুপুর ১২টা নাগাদ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
কলকাতায় এই সম্মেলনের আয়োজন করতে পেরে খুশি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন,'এমএসএমই সেক্টরে সারা দেশের মধ্যে বাংলা রয়েছে এক নম্বরে।' পাশাপাশি রাজ্যের আর্থিক উন্নতির কথাও তুলে ধরেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন,'কলকাতায় এই সম্মেলনের আয়োজন করতে পেরে আমি খুশি। এর আগেও আমরা 76টি দেশকে নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল ও 46টি দেশকে নিয়ে গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করেছি।' তিনি আরও সংযোজন করেন,'করোনাকালেও রাজ্যের জিডিপি বেড়েছে।'
একাধিক ক্ষেত্রে রাজ্যের এগিয়ে থাকার কথা এদিন জি২০ সম্মেলনের উদ্বোধনী মঞ্চে তুলে ধরলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'কোভিডের কারণে ২ বছর খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে গিয়েছে বিশ্বের সব দেশগুলি। তার ব্যতিক্রম নয় আমাদের রাজ্যও। তা সত্ত্বেও আমাদের রাজ্যের জিডিপি বেড়েছে প্রায় চার গুণ।'
রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,'করোনা কালেও আমরা ১.২ কোটি চাকরির ব্যবস্থা করতে পেরেছি। ফলে আমরা আমরা কৃষক, মহিলাদের আরও আর্থিক ভাবে শক্তিশালী করতে পেরেছি।'
রাজ্যের নানা স্কিমের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর কথা বিশেষভাবে উল্লেখ্য। এছাড়া মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপের কথাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন,'সরকার রাজ্যের মানুষকে বিনামূল্যে খাবার দেয়। এছাড়া মেয়েদের শিক্ষার জন্য দেওয়া হয় স্কলারশিপও। এই স্কিমের জন্য আমরা আন্তর্জাতিক সম্মানও পেয়েছি।'
এছাড়া মহিলাদের আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলতে লক্ষ্মীর ভান্ডারের কথাও উল্লেখ করেন তিনি। এই প্রথম ভারতে আয়োজিত হল জি২০ সম্মেলন। বিশেষত এই সম্মেলন কলকাতায় আয়োজিত হওয়ায় গোটা বাংলার জন্য গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।