বেশ কিছু টিভি চ্যানেলে অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে ছবি ব্যবহার করা হল গড়িয়ার শ্বেতার, কি বললেন গড়িয়ার শ্বেতা চক্রবর্তী
একাধিক মিডিয়ায় শ্বেতা চক্রবর্তীর ছবি দেখান হয়েছে। কিন্তু অয়ন শীলের বান্ধবী শ্বেতার বাড়ি নৈহাটিতে। আর অনেক জায়গায় দেখান হয়েছে গড়িয়ার শ্বেতা চক্রবর্তীর ছবি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক রহস্যময়ী নাম কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের আতসকাচের তলায়। মহিলার নাম শ্বেতা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনও মানুষের ছবিই এখন হাতের গোড়ায়। তাতেই তৈরি হয়েছে ছবি বিভ্রাট। একাধিক মিডিয়ায় শ্বেতা চক্রবর্তীর ছবি দেখান হয়েছে। কিন্তু অয়ন শীলের বান্ধবী শ্বেতার বাড়ি নৈহাটিতে। আর অনেক জায়গায় দেখান হয়েছে গড়িয়ার শ্বেতা চক্রবর্তীর ছবি। যা নিয়ে রীতিমত ধোঁয়াসা তৈরি হয়েছে। মিডিয়ার নিজের ছবি দেখে রীতিমত অস্বস্তিতে গড়িয়ার শ্বেতা। তিনি বলেছেন তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। কামারহাটি পুরসভাতে তিনি কাজও করেন না। তবে গড়িয়ার শ্বেতার পরামর্শ ছবি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। শ্বেতা আরও বলেছেন, সকাল থেকে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেখতে পেতে তিনি অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। তিনি বলেছেন তাঁর সঙ্গে যেমন হয়েছে তা অন্য যে কোনও মানুষের সঙ্গেও হতে পারে। তাই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। তিনি বলেছেন, তিনি কামারহাটি পুরসভায় কাজ করেনন না। আগে মডেলিং করেন। একন অনলাইন কনটেন্ট তৈরি করেন। শ্বেতা আরও বলেছেন তাঁদের দুজনেই দেখতে আলাদা। তাই সচেতন হলে এই ভুল হত না।