সঞ্জয়ের সাজার পরেও আরজি কর মামলার শুনানি, অবশিষ্ট মামলা চলবে নিম্ন আদালতে
- FB
- TW
- Linkdin
শুনানি চলবে
সঞ্জয় রায়ের আমৃত্যু সাজা ঘোষণাতেই শেষ হয় যায়নি আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক হত্যা ও খুনের ঘটনার শুনানি। তবে এখনও শুননি শেষ হয়ে যায়নি বলেও জানিয়েছেন বিচারক।
উচ্চ আদালত
নিম্ন আদালতের পাশাপাশি উচ্চ আদালতেও আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের শুনানির সম্ভাবনা রয়েছে।
সঞ্জয়ের শাস্তির পরেও মামলা
সঞ্জয় রায়ের শাস্তির পরেও আরজি কর হত্যাকাণ্ডের মামলা চলবে নিম্ন আদালতে। খুন ও ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের মামলা চলবে।
তদন্ত শেষ হয়নি
আরজি কর মামলায় প্রথম চার্জশিটের ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে সিবিআই জানিয়েছিল, তদন্ত এখনও শেষ হয়নি।
সঞ্জয় একা নয়!
সঞ্জয় রায়েকে দোষী সাব্যস্ত করার পরেও নির্যাতিতার পরিবারের সঙ্গে জুনিয়ার ডাক্তাররাও দাবি করেছেন খুন ও ধর্ষণের সঙ্গে সঞ্জয় একা জড়িত নয়। আরও অনেকে রয়েছে।
সিবিআই-এর পরবর্তী চার্জশিট
প্রথম চার্জশিটেই সিবিআই জানিয়েছিল তদন্ত এখনও শেষ হয়নি। তাই অনেকেই আশা করছে আরও একটি চার্জশিট পেশ করবে সিবিআই। আর সেই চার্জশিটের ভিত্তিতেও আবারও শুনানি শুরু হবে।
তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ
আরজি কর হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। কিন্তু তার প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি সিবিআই।
ছাড়া পায় দুই জন
সিবিআই চার্জশিট দাখিল করতে না পারার জন্যই জামিন পেয়ে গিয়েছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।
আবার শুনানি
এই মামলায় সিবিআই আবার চার্জশিট দিলে আবার শুনানি শুরু হবে শিয়ালদহ কোর্টে। সিবিআই জানিয়েছে তারা দ্রুত চার্জশিট দেবে।
সঞ্জয়ের দাবি
সঞ্জয় একা জড়িত নয় বলে যেমন নির্যাতিতার পরিবার আর আন্দোলনকারীরা বলেছেন, তেমনই সঞ্জয়ও দাবি করেছে সে নির্দোষ। তাকে ফাঁসান হয়েছে।