- Home
- West Bengal
- Kolkata
- বাংলায় এবার ক্ষমতায় বিজেপি? স্ট্র্যাটেজির ব্লু প্রিন্ট নিয়ে রাজ্যে অমিত শাহ! রক্তচাপ বাড়ছে মমতার?
বাংলায় এবার ক্ষমতায় বিজেপি? স্ট্র্যাটেজির ব্লু প্রিন্ট নিয়ে রাজ্যে অমিত শাহ! রক্তচাপ বাড়ছে মমতার?
নজরে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে তাই এই মাসেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী প্ল্যান রয়েছে তাঁর?

গত বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় নিজেদের শক্তি প্রতিষ্ঠার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছিল।
প্রধানমন্ত্রী মোদী সহ শীর্ষ বিজেপি নেতারা একাধিকবার রাজ্যে এসে বিভিন্ন ইস্যু উত্থাপন করে তৃণমূল কংগ্রেস সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন।
তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও বিজেপি তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৪টি আসন জিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে।
কিন্তু ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিজেপি।
দিল্লির বিধানসভাতে আপকে গো হারান হারানোর এবার বঙ্গে পদ্ম ফোটাতে এবার মরিয়া গেরুয়া শিবির।
আগামী বিধানসভাকে লক্ষ্য করে খোদ বাংলায় আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসেই সফরে আসছেন তিনি।
রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে অমিত শাহ কলকাতায় এসে দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
তবে এই সফরের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি
এই সফর বিজেপির নির্বাচনী প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

