সংক্ষিপ্ত

আগামী ১১ অগাস্ট থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে কলকাতা শহরে। দেখে নেওয়া যাক আগামী ১১ থেকে ১৫ অগাস্ট শহরের কোন রাস্তায় কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আর মাত্র পাঁচদিন পরেই স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে শহর কলকাতা। রেড রোড জুড়ে শুরু হয়েছে কুচকাওয়াজের প্রস্তুতি। ১৫ অগাস্ট সকাল থেকেই কুচকাওয়াজ, প্যারেড-সহ একাধিক কর্মসূচি থাকবে। জানা যাচ্ছে ১৫ অগাস্টের সকালে প্রায় দেড় ঘন্টা ধরে চলবে কুচকাওয়াজ। এছাড়া স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে প্যারেড করতেও দেখা যাবে স্কুল পড়ুয়াদের। এদিন কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। শুধু ১৫ অগাস্ট নয়, আগামী ১১ অগাস্ট থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে কলকাতা শহরে। দেখে নেওয়া যাক আগামী ১১ থেকে ১৫ অগাস্ট শহরের কোন রাস্তায় কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

১১ থেকে ১৩ অগাস্ট কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ

জানা যাচ্ছে আগামী ১১ অগাস্ট থেকেই স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়ার জন্য ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। আগামী ১৩ অগাস্ট পর্যন্ত চলবে এই যান চলাচল নিয়ন্ত্রণ। দেখে নেওয়া যাক কোন কোন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

  • রেড রোড সংলগ্ন এলাকাতে এই সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
  • ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত খিদিরপুর রোডের উত্তর অংশ ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
  • লাভার্স লেনমুখী গাড়িগুলিকে শুধুমাত্র পশ্চিম দিকে যেতে দেওয়া হবে। অর্থাৎ খিদিরপুর রোড থেকে লাভার্স লেন এবং খিদিরপুর রোড ক্রসিংয়ের দিকে শুধু গাড়ি যেতে দেওয়া হবে।

১৪ অগাস্ট যান চলাচল নিয়ন্ত্রণ

  • ১৪ অগাস্ট রাত ১০টা থেকে রেড রোডে বন্ধ থাকবে যান চলাচল। ১৫ অগাস্ট বেলা পর্যন্ত চলবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
  • ১৪ অগাস্ট সকাল ৮টা থেকে মেয়ো রোড বন্ধ থাকবে। প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা।
  • শুধুমাত্র প্যারেডের জন্য অনুমতিপ্রাপ্ত বিশেষ স্টিকার লাগানো গাড়িগুলি অনুমতি পাবে।
  • প্রয়োজন অনুযায়ী আর আর অ্যাভিনিউয়ের পশ্চিমুখী গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র WBTC-র বাসকে ডিপোতে যাওয়ার অনুমত দেওয়া হবে।

১৫ অগাস্ট শহরে যান চলাচল নিয়ন্ত্রণ

  • ১৫ অগাস্ট সকাল ৬টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তাগুলি বন্ধ থাকবে
  • হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড- জেঅ্যান্ড এন আইসল্যান্ড-এ নিয়ন্ত্রিত হবে যান চলাচল।
  • আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, আরআর অ্যাভিনিউতে নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

আরও পড়ুন -

হোস্টেলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, রহস্য ঘনীভূত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

লক্ষ্মীবারে সাত সকালে দেখে নিন কলকাতা ও দেশের চার মেট্রোসিটির পেট্রোল আর ডিজেলের দাম

লক্ষ্মীবারে সোনার দামে পতন, দেখে নিন কলকাতায় কতয় বিকোচ্ছে হলুদ ধাতুর