সংক্ষিপ্ত

যে কোনও অসুবিধায় বা বিপদে পড়লে আমাদের পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রয়োজন পড়ে (Police Complain)। পকেটমার, ছিনতাই-চুরি হোক কিংবা বড় কোনও দুর্ঘটনা! পুলিশের জানাতে গেলে প্রথমে যে পদক্ষেপটি নিতে হয় সেটি হল এফআইআর (FIR)। অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট

কলকাতা: যে কোনও অসুবিধায় বা বিপদে পড়লে আমাদের পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রয়োজন পড়ে (Police Complain)। পকেটমার, ছিনতাই-চুরি হোক কিংবা বড় কোনও দুর্ঘটনা! পুলিশের জানাতে গেলে প্রথমে যে পদক্ষেপটি নিতে হয় সেটি হল এফআইআর (FIR)। অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অভিযোগকারি বা অভিযোগকারিনীর এই রিপোর্টের পরই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে (Police Investigation)।

ভারতের যে কোনও রাজ্যেই আপৎকালীন পুলিশি সহায়তা পেতে হলে ১০০ নম্বরে ডায়াল করলেই পরিষেবা মেলে। আবার অনেক রাজ্যে পুলিশি পরিষেবা পেতে অভিযোগকারীকে থানায় যাওয়ার দরকার পরে না। শুধুমাত্র অনলাাইনে লিখিত আবেদন দাখিল করলেই মেলে পুলিশের কাছ থেকে যে কোনও ধরনের আইনি সাহায্য।

আমাদের দেশের (India) বেশকিছু রাজ্যে অনলাইনে পুলিশে অভিযোগ (FIR) জানাতে ডিজিটাল পুলিশ পোর্টাল অথবা পুলিশ অ্যাপ্লিকেশন/ওয়েবসাইট রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সুবিধা না থাকলেও অভিযোগকারি সশরীরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানোর পর সেই কেসের নম্বর দিয়ে অনলাইনে কেস স্টেটাস (Police Case Status West Bengal) দেখতে পারেন। তবে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যেক যে কোনও জেলার বাসিন্দা হন না কেন বাংলার যে কোনও অভিযোগ জানাতে হলে অভিযোগকারীকে অবশ্যই লোকাল থানায় গিয়ে কাগজে কলমে নালিশ লিখিত ডায়েরি করতে হয়। এবং তারপরই পুলিশ পরবর্তী পদক্ষেপ নেয় (West Bengal Police)।

ভারতে অনলাইনে পুলিশ অভিযোগ (FIR) দায়ের করতে, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হন, তাহলে ডিজিটাল পুলিশ পোর্টাল অথবা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অনলাইনে এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) দায়ের করার জন্য বর্তমানে সরাসরি কোনও

পদ্ধতি উপলব্ধ নেই। তবে, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করে থাকে। আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন।

WEST BENGAL POLICE News:-

অতিরিক্তভাবে, পশ্চিমবঙ্গ পুলিশ অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) দায়েরের সুবিধা প্রদান করে। এই সেবাটি ব্যবহার করে আপনি অনলাইনে সাধারণ অভিযোগ দায়ের করতে পারেন। এটি এফআইআরের সমতুল্য না হলেও, অনেক ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে।

অনলাইন জিডি দায়েরের পদ্ধতি:

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যান।    

অনলাইন জিডি দায়েরের পদ্ধতি:

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Citizen Services বা 'নাগরিক সেবা' বিভাগে ক্লিক করুন।

সেখানে Online GD বা 'অনলাইন জিডি' বিকল্পটি নির্বাচন করুন।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার অভিযোগ জমা দিন।

যদি আপনার অভিযোগ গুরুতর হয় এবং এফআইআর দায়ের করা প্রয়োজন হয়, তাহলে নিকটস্থ থানায় সরাসরি যোগাযোগ করাই ভালো।

সেখানে আপনি লিখিতভাবে এফআইআর দায়ের করতে পারবেন। সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ বাহিনী অনলাইন এফআইআর দায়েরের প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিচ্ছে। তবে, এই সেবা এখনও কার্যকর হয়নি।

সুতরাং, বর্তমানে এফআইআর দায়েরের জন্য আপনার বাড়ির সবথেকে কাছের থানায় সরাসরি যোগাযোগ করাই সর্বোত্তম পদ্ধতি। অনলাইন জিডি দায়েরের সুবিধা আপনি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করতে পারেন।

website link--------------

ডিজিটাল পুলিশ পোর্টাল (Digital Police Portal):-

গৃহ মন্ত্রণালয়ের SMART পুলিশ উদ্যোগের এই পোর্টাল নাগরিকদের অনলাইনে অপরাধ-সংক্রান্ত অভিযোগ জমা দিতে সাহায্য করে। এছাড়াও, কোম্পানিতে যোগদানের জন্য কর্মচারী, ভাড়াটিয়া বা অন্যান্য উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করতেও এই পোর্টাল ব্যবহার করা যায়। এটি মূলত সাইবার অপরাধ নিবন্ধনের জন্য ব্যবহৃত হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ অ্যাপ্লিকেশন/ওয়েবসাইট:

SCRB Complaint Registration - https://policesohaiyota.wbpolice.gov.in/CitizenTips/EmrgComplaint.aspx

কলকাতা পুলিশ অনলাইন পোর্টাল: (Kolkata Police Online Portal)

Bondhu | Kolkata Police Common e-Services Portal - https://bondhu.kolkatapolice.org/

West Bengal Police Directorate - Bhabani Bhawan

Address: 31/1A, Belvedere Rd, Alipore Police Line, Alipore, Kolkata, West Bengal 700027

Phone: 033-2479-4035, 033-2479-4036, 033-2479-4056, 033-2479-4057

Email: policewb@gmail.com

West Bengal Police Directorate - Nabanna

Address: 325, Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102

Phone: 033-2214-5412, 033-2214-5413, 033-2254-3049 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।