- Home
- West Bengal
- Kolkata
- ভাইফোঁটার অনুষ্ঠানে যাবেন? সঙ্গে রাখুন ছাতা! এই ৫টি জেলায় ঝাঁপিয়ে নামতে পারে বৃষ্টি, জেনে নিন আপডেট
ভাইফোঁটার অনুষ্ঠানে যাবেন? সঙ্গে রাখুন ছাতা! এই ৫টি জেলায় ঝাঁপিয়ে নামতে পারে বৃষ্টি, জেনে নিন আপডেট
- FB
- TW
- Linkdin
ভাই-বোনের সম্পর্কের বিশেষ উৎসব হল ভাইফোঁটা। সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন অনেকে।
আজ সবাই থাকবেন ব্যস্ত। কেউ ফোঁটা দিতে যাবেন ভাই বা দাদার বাড়ি, কেউ আবার ফোঁটা নিতে আসবেন বোনের কাছে।
কিন্তু আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস!
রবিবার ভাইফোঁটা পড়েছে। ভাইফোঁটার দিন পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হবে। তারপর মোটামুটি অল্পবিস্তর বৃষ্টি চলবে।
খুব বেশি কিছু বৃষ্টি হবে না। তারইমধ্যে পারদ পতন হবে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে রবিবার? ভাইফোঁটায় কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে।
সকালের দিকে একেবারে হালকা কুয়াশা থাকতে পারে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। অর্থাৎ বৃষ্টিতে মাটি হবে না ভাইফোঁটা।
রবিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বাকি তিনটি জেলায় (কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অবশ্য বৃষ্টি হবে না। ওই তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।