হাতে মাত্র কটা দিন, জেনে নিন কবে থেকে শীত পড়বে বঙ্গে, রইল আবহাওয়ার বড় আপডেট
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা কমবে। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে এবং শীতের আমেজ শুরু হবে। জগদ্ধাত্রী পুজোর নবমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঠান্ডা পড়বে কতদিন পর? এই প্রশ্ন সকলের মনে। কবে থেকে শীত পড়বে তা জানতে চান সকলে। সদ্য এই নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘন্টা শহরের তাপমাত্রা নামবে বলে জানা গিয়েছে। এমনই খবর মিলেছে আবহাওয়া দফতর সূত্রে।
এমনিতেও, সকালে হালকা ঠান্ডা আমেজ অনুভব করছেন সকলে। এরই সঙ্গে আবহাওয়ার রুক্ষ্ম ভাব জানান দিচ্ছে শীত পড়ল বলে। এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, নভেম্বরের মাঝেই হাওয়া বদল। উত্তুরে হাওয়া বইতে শুরু করবে ১৫ নভেম্বর থেকে। অর্থাৎ হাতে আর মাত্র কটা দিন। তারপরই ঠান্ডা পড়বে বঙ্গে।
১৫ নভেম্বরের পর থেকে কমবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ শুরু হবে রাজ্য জুড়ে।
আপাতত তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। বাতাসে জলীয় বাস্প থাকায় সকালের দিকে কুশায়া ধোঁয়াশা বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে।
পশ্চিমের কিছু জেলায় ইতিমধ্যে শীতের আমেজ দেখা যাচ্ছে। তবে, ১৪ নভেম্বর থেকে শীত ভালো মতো অনুভূত হবে বলে জানা গিয়েছে।
এরই সঙ্গে বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ওই দিন পার্বত্য দুই জেলা ও উপকূলের তিন জেলায় হবে বৃষ্টি।
শুষ্ক আবহাওয় থাকলে বঙ্গোপসাগরের অবস্থা ও পশ্চিমী ঝঞ্ঝায় বাধায় অবাধ উত্তুরে হাওয়ায় কাঁটা হতে পারে।
আগামী ২৪ ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। যা ছিল স্বাভাবিক।