Kolkata Metro News: সপ্তাহান্তে মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। কলকাতা মেট্রোর একাধিক রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা। কোন কোন রুটে পাবেন এই সুবিধা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kolkata Metro News: ছুটির দিনে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রীন লাইনের যাত্রীদের জন্য সুখবর। রবিবার স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত মেট্রো। এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ১৪ ডিসেম্বর, রবিবার ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার দিন নীল লাইনে (Blue Line) এবং সবুজ লাইনে (Green Line) বিশেষ মেট্রো পরিষেবা চালানোর ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
কোন দুই রুটে চলবে মেট্রো পরিষেবা?
সকাল ৭টা থেকে ৮টা—প্রতি ২০ মিনিটে পরিষেবা
সকাল ৮টা থেকে ৯টা—প্রতি ১৫ মিনিটে পরিষেবা
নীল লাইনে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা। শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩ মিনিটে।
সবুজ লাইনে, হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর V থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা।
সকাল ৯টা থেকে স্বাভাবিক রবিবারের পরিষেবা চালু হবে।
এদিন ব্লু লাইনে ১৩০-র বদলে ১৪৪টি এবং গ্রিন লাইনে ১০৪-র বদলে ১১৮টি মেট্রো চলবে।
ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা মিলবে, তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে না।
---
১৫ ডিসেম্বর থেকে গ্রিন লাইনে আরও মেট্রো, সময়ও বাড়ছে
১৫ ডিসেম্বর, সোমবার থেকে সবুজ লাইনে আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে শুক্রবার ২২৬-এর বদলে ২২৮টি মেট্রো চালানো হবে। শনিবার ২০২-এর বদলে ২০৪টি, আর রবিবার ১০৪-এর বদলে ১০৮টি মেট্রো চলবে।
সবচেয়ে বড় পরিবর্তন—
১৫ ডিসেম্বর থেকে প্রতিদিন হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে, যা যাবে সেন্ট্রাল পার্ক পর্যন্ত।
সোমবার থেকে শনিবারের সময়সূচি:
প্রথম মেট্রো:
সকাল ৬:৩৯ — সেক্টর V → হাওড়া ময়দান
সকাল ৬:৪৫ — হাওড়া ময়দান → সেক্টর V (আগে ৬:৩০)
শেষ মেট্রো:
রাত ৯:৫৫ — সেক্টর V → হাওড়া ময়দান
রাত ৯:৫৫ — হাওড়া ময়দান → সেক্টর V
নতুন পরিষেবা:
রাত ১০:০৫ — হাওড়া ময়দান → সেন্ট্রাল পার্ক
রবিবারের সময়সূচি:
প্রথম মেট্রো:
সকাল ৯:০২ — সেক্টর V → হাওড়া ময়দান
সকাল ৯:০০ — হাওড়া ময়দান → সেক্টর V
নতুন পরিষেবা: সকাল ৯:০০ — সিটি সেন্টার → হাওড়া ময়দান
শেষ মেট্রো:
রাত ৯:৫৫ — দুই দিকেই
রাত ১০:০৫ — হাওড়া ময়দান → সেন্ট্রাল পার্ক (নতুন পরিষেবা)
মেট্রো রেল জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


