- Home
- West Bengal
- Kolkata
- মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বউবাজারের বিপর্যস্ত সুড়ঙ্গে মঙ্গলবার রাত থেলে চলবে মেট্রো
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বউবাজারের বিপর্যস্ত সুড়ঙ্গে মঙ্গলবার রাত থেলে চলবে মেট্রো
- FB
- TW
- Linkdin
মেট্রো যাত্রীদের জন্য সুখবর
বউবাজারের মাটির নিচে সুরঙ্গের কাজ শেষ। মেরামতি করা হয়েছে সুড়ঙ্গের ক্ষত। এবার শুরু হবে ট্রায়াল রান।
প্রথম ট্রায়াল
সবকিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি অর্থাৎ মঙ্গরবার রাত ১১টাক পরি বউবাজার এলাকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রথম মেট্রোর চাকা গড়াবে।
কলকাতা মেট্রোর নতুন ইতিহাস
কলকাতা মেট্রোর ক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস। তৈরি করতে চলেছে মেট্রো । কারণ বউবাজার নিয়ে কলকাতা মেট্রোর জট দীর্ঘ দিনের।
প্রথম দফায় ট্রায়াল
মেট্রো রেল সূত্রের খবর রাত ১১টায় সেক্টর ফাইভ থেকে মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে মঙ্গলবার।
ভোর চারটে পর্যন্ত প্রথম পর্যায়ের ট্রায়াল
ট্রায়াল চলবে মেট্রো রেল সূত্রের খবর ভোর চারটে পর্যন্ত প্রথম পর্যায়ের ট্রায়াল চলবে। দফায় দফায় বউবাজার সুড়ঙ্গ দিয়ে মেট্রো রেল যাতায়াত করবে।
চূড়ান্ত সিদ্ধান্ত
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।
বউবাজারে সমস্যা
বউবাজারে মাটির তলার অংশ পূর্বমুখী সুড়ঙ্গে মেট্রোর পরীক্ষামূলক দৌড় হলেও সেক্টর ফাইভ-হাও়ড়ার দিকে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ চলছিল।
ডিসেম্বরে কাজ শেষ
এই এলাকার সুড়ঙ্গের কাজ ডিসেম্বর মাসে শেষ হয়েছিল। তারপর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে ট্রলি রান করছে।
মঙ্গলাবর রাত গুরুত্বপূর্ণ
মঙ্গলবার রাত কলকাতা মেট্রোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ বউবাজারে সুড়ঙ্গ ধস পড়ে অনেক সময় বন্ধ ছিল কাজ।
কবে থেকে টানা মেট্রো
মোট্রে সূত্রের খবর মঙ্গলবারের ট্রায়াল রান সফল হলে কিছুদিন পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালান হবে। তারপরই কমিশনার অব রেলওয়ে সেফটি বা সিআরএস ছাড়পত্র দিলে যাত্রীদের নিয়ে এই সুড়ঙ্গে মেট্রো চলাচল করবে।