- Home
- West Bengal
- Kolkata
- IPL 2025: উদ্বোধনী ম্যাচে দর্শকের যাতায়াতের জন্য রাতে কলকাতা মেট্রো দেবে বিশেষ সুবিধা!
IPL 2025: উদ্বোধনী ম্যাচে দর্শকের যাতায়াতের জন্য রাতে কলকাতা মেট্রো দেবে বিশেষ সুবিধা!
২২ মার্চ ইডেনে IPL 2025-এর উদ্বোধনী ম্যাচে KKR বনাম RCB-র খেলা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। CAB-এর অনুরোধে কলকাতা মেট্রো গ্রিন ও ব্লু লাইনে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে, যা দর্শকদের জন্য সহায়ক হবে।
- FB
- TW
- Linkdin
)
২২ মার্চ ইডেনে অনুষ্ঠিত হবে IPL 2025- এর উদ্বোধনী ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মাঠে।
আর এই খেলা যাতে দর্শক মন খুলে উপভোগ করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো।
IPL 2025- এর উদ্বোধনী ম্যাচ-এর জন্যে অতিরিক্ত সময়ে মেট্রো রুটে চলবে ট্রেন।
ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গল (CAB) এর অনুরোধে কলকাতা মোট্রো গ্রিন লাইন টু এবং ব্লু লাইনে অতিরিক্ত সময়ে মেট্রো পরিষেবা মিলবে বলে ঘোষণা করেছে।
ইডেনে খেলা দেখতে আসা প্রচুর সংখ্যক দর্শকের কথা মাথায় রেখেই কলকাতা এই অনুরোধে সাড়া দিয়েছে।
ব্লু লাইনের দিকে অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ১২:১৫-তে
ঠিক একই সময়ে রাত ১২:১৫-তে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে ছাড়বে মেট্রো
কিন্তু সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর। বৃষ্টি না হলেই ভালোভাবে হবে আইপিএল-এর উদ্বোধন। সবাই সেই আশাই করছেন।
অবশ্য শুধু বাংলা নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই এই ম্যাচের দিকে তাকিয়ে। আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।