- Home
- West Bengal
- Kolkata
- বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যবাসীর মন রাখতে ভাতা নিয়ে বিশেষ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যবাসীর মন রাখতে ভাতা নিয়ে বিশেষ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি, যা নিয়ে রাজ্যবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার একটি জনপ্রিয় প্রকল্প এবং এর খরচ ৫০ হাজার কোটি টাকা।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজেবা মূলক প্রকল্প নিয়ে এসেছেন। এর দ্বারা উপকৃত হচ্ছেন সকলে।
চালু করেছেন বিভিন্ন ভাতা। স্কুল পড়ুয়া, বৃদ্ধ এমনকী গৃহবধূদের ভাতা দিচ্ছে মমতা সরকার।
এই সকল ভাতার তালিকায় আছে কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার।
সদ্য পেশ হল রাজ্য বাজেট। অনেকেই আশা করেছিলেন এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হবে।
কিন্তু, এমন কিছু হয়নি। অর্থাৎ আপাতত বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার। যা নিয়ে বেশ হতাশা দেখা গিয়েছে রাজ্যবাসীর মনে।
রাজ্যবাসীর মন রাখতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাজেটের পর হওয়া প্রেস কনফারেন্স লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বললেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্প। ২ কোটি ২১ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পান। ৫০ হাজার কোটি খবর হয় সরকারের। অন্য রাজ্যগুলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টুকলি করে, বিশেষ করে বিজেপি।’
সম্ভব এই খরচের কারণেই বাড়ল না ভাতা। এমনই ধারণা সর্বত্র।
লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন।
সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডার।
তবে, এবার বাজেটে না হোক, ভবিষ্যতে এই ভাতা বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।