সংক্ষিপ্ত

এবার কি প্রমাণ লোপাটের চেষ্টা? বাম ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল আর জি কর।

বাম ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল আর জি কর।

এবার কি প্রমাণ লোপাটের চেষ্টা? আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (RG Kar Medical College & Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। এই আন্দোলন আর এখন শুধু রাজ্যে থেমে নেই। প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র দেশ। এদিকে মঙ্গলবার, পুলিশের (Police) উপর আস্থা রাখতে না পেরে এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আর এবার মেরামতির নাম করে সেমিনার হলের পাশের দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বাম ছাত্র-যুব নেতারা। মঙ্গলবার, সন্ধ্যায় এমার্জেন্সি গেট পেরিয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নেতৃত্বে আর জি কর হাসপাতালের ভিতরে ঢুকে পড়েন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের সদস্য ও সমর্থকরা। বাম ছাত্র-যুবদের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

জানা যাচ্ছে, আর জি কর হাসপাতালের যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ঠিক তার পাশের দেওয়ালটিই ভাঙা হচ্ছে। হাসপাতালের একাংশ দাবি তুলছেন, রেস্ট রুম তৈরির জন্য এই কাজ করা হচ্ছে। পাল্টা বাম নেতাদের দাবি হল, সিবিআই (CBI) তদন্তের আগে প্রমাণ লোপাটের চেষ্টা করছে কর্তৃপক্ষ। সেই কারণেই তড়িঘড়ি এই কাজ করা হচ্ছে।

যে সেমিনার হলকে কেন্দ্র করে এই ঘটনা, সেই সেমিনার হলের পাশের দেওয়ালই ভাঙতে শুরু করেছে হাসপাতাল অথরিটি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে কেন কাজ শুরু করা হল? এই নির্দেশই বা কে দিল? এইসব দাবিকে সামনে রেখেই এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র-যুব কর্মীরা বিক্ষোভে শামিল হন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা হাসপাতাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।