- Home
- West Bengal
- Kolkata
- মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টির হাত ধরেই রাজ্যে আসছে কনকনে শীত
মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টির হাত ধরেই রাজ্যে আসছে কনকনে শীত
- FB
- TW
- Linkdin
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন পর্যন্ত রাতের তাপমাত্রা কমের দিকেই থাকতে পারে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। যে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠবে। পরবর্তীতে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে। বুধবার থেকে কবে পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? ঠান্ডা কি বাড়বে? জেনে নিন সব প্রশ্নের উত্তর।
মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে কাছে ঘোরাফেরা করতে পারে
জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর আগামী বৃহস্পতিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
মঙ্গলবার রাজ্যের সব জেলার অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবার রাজ্যের সব জেলার অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে রাতের পারদ নামতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরের রাতের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামবে।